ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই সময়ে অন্য ম্যাচে জয় পেয়েছে টটেনহ্যাম।
ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-১ গোলে রুখে দিয়েছে সাউদ্যম্পটন। প্রথম ম্যাচে উড়ন্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল ওলে গানার শোলস্কায়ারের বাহিনী।
দিনের অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে এক গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এ জয়ে টানা দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্পার্স।
দুই বড় দলই জয় দিয়ে প্রিমিয়ার লিগের মিশন শুরু করে। লিডসকে ৫-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল রেড ডেভিলরা। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে লিগের শুভসূচনা করে টটেনহ্যাম।
নিজ মাঠে জেতার পর এবার অ্যাওয়েতে খেলতে আসে দুই দল।
সাউদ্যম্পটনের মাটিতে লিড প্রথম নেয় স্বাগতিক দল। ম্যাচের ২৩ মিনিটে ফ্রেডের আত্মঘাতী গোল ইউনাইটেডকে চমকে দেয়।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সাবেক চ্যাম্পিয়নরা শিষ্যরা। ম্যাচের ৫৫ মিনিটে পল পগবার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে বল জালে জড়ান মেসন গ্রিনউড। এই স্কোরলাইনে ম্যাচ শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের মাটিতে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে টটেনহ্যাম। একমাত্র গোলটি আসে ডেলে আলির পেনাল্টি থেকে।
এ জয়ে পূর্ণ তিন পয়েন্ট যোগ হলো স্পার্সের ঝুলিতে। ছয় পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে দলটি। আর চার পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।