বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চ্যাম্পিয়ন হতে জিততেই হবে কিংসকে

  •    
  • ২২ আগস্ট, ২০২১ ১৯:৫৫

প্রথম দুই ম্যাচের হিসেবে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহনবাগান। একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে কিংস। সমীকরণ সহজ। জিততে হবে কিংসকে।

ভারতের দল বেঙ্গালুরুর সঙ্গে ড্র করায় এএফসি কাপের চ্যালেঞ্জ কঠিন হয়ে পড়েছে বসুন্ধরা কিংসের জন্য। মোহনবাগান নিজেদের দ্বিতীয় ম্যাচে মাজিয়াকে হারালে চ্যাম্পিয়ন হওয়ার একটাই পথ অবশিষ্ট আছে অস্কার ব্রুসনের বাহিনীর সামনে।

ইন্টার জোনাল সেমিতে খেলতে হলে ডি-গ্রুপের শেষ ম্যাচে ভারতের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানকে হারাতেই হবে বিপিএল চ্যাম্পিয়ন কিংসের।

প্রথম দুই ম্যাচের হিসেবে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহনবাগান। একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে কিংস। সমীকরণ সহজ। জিততে হবে কিংসকে। শেষ ম্যাচটাই তাই অলিখিত ফাইনালে পরিণত হয়েছে বাংলাদেশি চ্যাম্পিয়নদের জন্য। মঙ্গলবারের ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই মনে করছেন কিংসের অধিনায়ক তপু বর্মন নিজেও।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মোহনবাগানের ম্যাচটা আমাদের কাছে ডু-অর-ডাই। ম্যাচ জিতলে আমরা পরের রাউন্ডে যেতে পারব। নিজেদের সামর্থ্য সম্পর্কে জানি। ওদের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টা করব।’

প্রথম ম্যাচে মাজিয়াকে হারিয়ে দারুণভাবে এএফসি কাপের টুর্নামেন্ট শুরু করা কিংস দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে। শেষ ম্যাচে চ্যালেঞ্জ উতরাতে চান কিংসের কোচ ব্রুসন।

স্প্যানিশ এই কোচ বলেন, ‘বসুন্ধরা এখনও নকআউট পর্বে যাওয়ার দৌঁড়ে আছে। পরের ধাপে যাওয়ার জন্য আরও একটি সুযোগ আছে। বড় এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।’

২৪ আগস্ট মালদ্বীপের মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস।

এ বিভাগের আরো খবর