এশিয়ার সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। মাত্র দুটি জয় পেলেই এএফসি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হবে বসুন্ধরা কিংসের। এই সুযোগ হাতের মুঠোয় চলে আসতে পারে চলতি এএফসি কাপে।
শুরুর ম্যাচে মালদ্বীপের মাজিয়াকে হারিয়ে কিংসের জয়ে র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেছে বাংলাদেশ।
ফুটি র্যাঙ্কিং অনুযায়ী, ১০.০৩ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানে উঠে গেছে বাংলাদেশ। ভারতের পয়েন্ট ৯.৪৫।
আর পশ্চিম জোনে ১১তম অবস্থানে বাংলাদেশ। শীর্ষ ১০-এ ঢুকলেই এসিএলের স্লট নিশ্চিত হবে বাংলাদেশের।
সেজন্য কিংসের দরকার মাত্র দুটি জয়। তাহলে ১০-এ থাকা তাজিকিস্তানকে হটিয়ে দশে ঢুকে পড়বে বাংলাদেশ। আর প্রথমবার এসিএলে খেলার সুযোগ পাবে বাংলাদেশের কোনো ক্লাব।
চলতি এএফসি কাপে সেই সুযোগ রয়েছে কিংসের সামনে।
এএফসি কাপে পরের দুই ম্যাচে ভারতের দুই দল বেঙ্গালুরু এফসি ও মোহনবাগানকে হারাতে হবে অস্কার ব্রুজনের বাহিনীকে।
এসিএল মঞ্চকে মাথায় রেখে ২১ আগস্ট বেঙ্গালুরু এফসি ও ২৪ আগস্ট মোহনবাগানের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস।