প্রিমিয়ার লিগে আগের ম্যাচে বারিধারার কাছে হেরে অবনমন নিশ্চিত হয়েছে আরামবাগের। লিগে বাকি ম্যাচগুলো তাই নিয়মরক্ষায় পরিণত হয়েছে তাদের জন্য। এমন পরিস্থিতিতে আরামবাগকে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ পুলিশ এফসি।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার আরামবাগকে ১-০ গোলে হারায় পুলিশ।
ম্যাচের একমাত্র গোলটি আসে পুলিশের স্ট্রাইকার মোহাম্মদ জুয়েলের কাছ থেকে।
লিগের প্রথম পর্বেও আরামবাগকে হারিয়েছিল পুলিশ। এ ম্যাচেও তার ব্যত্যয় ঘটেনি।
পুরো ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত পুলিশকে বেঁধে রাখে আরামবাগ। ইনজুরি সময়ে আরামবাগের ডি-বক্সের ভেতরে ফাউল আদায় করে নেয় দলটি।
পেনাল্টি থেকে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন পুলিশের ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল। লিগে চতুর্থ গোলের দেখা পেল এই স্থানীয় ফুটবলার। এর আগে বারিধারা বিপক্ষে দুটি ও শেখ জামালের বিপক্ষে একটি গোল করেছিলেন জুয়েল।
লিগে ৬ষ্ঠ জয়ের স্বাদ পেল পুলিশ। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ২৫, আর টেবিলে অবস্থান ৮ম। আর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আরামবাগ।