স্টুয়ার্ট হলের বিদায়েই কি পোয়াবারো সাইফের? হেড কোচের বিদায়ের পর থেকে প্রিমিয়ার লিগে টানা জিতে চলেছে দলটি। বৃহস্পতিবার বারিধারাকে হারিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছে বর্তমানে জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে থাকা সাইফ।
জন ওকোলির জোড়া গোলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ৩-১ ব্যবধানে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।
লিগের প্রথম পর্বে বারিধারাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা।
দ্বিতীয় পর্বেও দাপট বজায় রেখে জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি।
ম্যাচের ২৮ মিনিটে ওকোলির গোলে লিড নেয় সাইফ। প্রথমার্ধে এই গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় মিন্টুর শিষ্যরা।
ফিরে ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কেনেথ ইকেচুকু। ফয়সাল আহমেদের ফাহিমের পাস থেকে গোল করেন এই নাইজেরিয়ান। লিগে এটি এই ডিফেন্ডারের নবম গোল। ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ।
নয় মিনিট পর ম্যাচে ফেরে বারিধারা। সুমন রেজার পাস থেকে গোল করে দলকে স্কোরশিটে তোলেন মারুফ আহমেদ।
এভাবে ম্যাচ শেষ হতে পারত। ম্যাচের ইনজুরি সময়ে ওকোলির আরেকটি গোলে ৩-১ ব্যবধান নিশ্চিত করে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ।সঙ্গে বেসেরাকে টপকে লিগে ১৮ গোল নিয়ে কিংসের রবিনিয়ো ও শেখ জামালের জবের পর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন ওকোলি।
লিগে ১২তম জয়ে ঝুলিতে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে সাইফ। আর ১৯ পয়েন্ট নিয়ে ১০ম বারিধারা।