বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন অবতারেও ধারালো তারিক কাজী

  •    
  • ১৯ আগস্ট, ২০২১ ০০:৫৬

বিশ্বনাথকে রাইট ব্যাকে ও তারিককে লেফট ব্যাকে নামান কোচ। তার এই এক্সপেরিমেন্টে দারুণভাবে উতরে গেছেন তারিক। রক্ষণ নিশ্চিদ্র রাখতে এক পাশ অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছেন এই ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশী ফুটবলার।

উড়ন্ত জয় দিয়ে এএফসি কাপের মিশন শুরু করেছে বসুন্ধরা কিংস। ক্লিনশিট রেখে মাজিয়াকে হারিয়েছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। এ ম্যাচে নতুন পজিশনে দুর্দান্ত পারফর্ম করেন কিংসের ডিফেন্ডার তারিক কাজী।

রক্ষণ নিশ্চিদ্র রাখতে এক পাশ অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছেন এই ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশী ফুটবলার।

মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে মাজিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারানোর ম্যাচে লেফট ব্যাকের ভূমিকায় খেলেন তারিক। একই দলে দুই রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ ও তারিককে কীভাবে খেলাবেন সেটাই ধাঁধা ছিল কিংসের কোচ অস্কার ব্রুজনের কাছে।

শেষ পর্যন্ত দুজনকেই ম্যাচে নামিয়ে দেন এই স্প্যানিশ ট্যাকটিশিয়ান। বিশ্বনাথকে রাইট ব্যাক ও তারিককে লেফট ব্যাকে নামান। তার এই এক্সপেরিমেন্টে দারুণভাবে উতরে গেছেন তারিক।

নতুন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করার কথা জানালেন এই উদীয়মান ফুটবলার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বিপিএলে আমি এই পজিশনে খেলেছি। পজিশনে অভ্যস্ত হচ্ছি। আমি অনেক আরামেই খেলেছি।’ ম্যাচের প্রথমার্ধে করা দুই গোলের বরাতে জয় নিয়ে মাঠ ছেড়েছে কিংস। তবে প্রথম দিকে অগোছাল খেলতে দেখা গেছে বিপিএল চ্যাম্পিয়নদের। সময় যত গড়িয়েছে নিজেদের গুছিয়েছে দলটি।

প্রথমে চাপে থাকার কথা স্বীকার করেছেন তারিক। বলেন, ‘ম্যাচের শুরুতে প্রেসার ছিল অনেক। বিশেষ করে প্রথম ২০ মিনিট। দুই দলই হেড ‍টু হেড খেলতে যাচ্ছে।’

সেই চাপ সামলে শেষ পর্যন্ত জয়ে রাঙিয়ে মাঠ ছাড়ে ব্রুজনের শিষ্যরা। এ জয়ে পুরো দলকে ধন্যবাদ জানান তারিক।

ভরপুর আত্মবিশ্বাস নিয়ে ২১ আগস্ট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস খেলবে ভারতের দল ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে।

এ বিভাগের আরো খবর