বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাজিয়াকে হারিয়ে এএফসি কাপে দুর্দান্ত শুরু কিংসের

  •    
  • ১৯ আগস্ট, ২০২১ ০০:০৭

মালের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে মাজিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। কিংসের লাতিন জাদুতেই ধরাশায়ী মালদ্বীপের দলটি। প্রথমে আত্মঘাতী গোলের পর ব্রাজিলিয়ান রবসন রবিনিয়োর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করেছে কিংস।

ঠিক যেভাবে গত এএফসি কাপের টুর্নামেন্ট শুরু করেছিল, সেভাবে এবারও করল বসুন্ধরা কিংস। মালদ্বীপে স্বাগতিক দল মাজিয়া এসসিকে হারিয়ে দুর্দান্ত জয়ে এএফসি কাপের এবারের আসরের যাত্রা শুরু করল বিপিএল চ্যাম্পিয়নরা।

মালের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে মাজিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।

বলা যায় কিংসের লাতিন জাদুতেই ধরাশায়ী মালদ্বীপের দলটি। প্রথমে আত্মঘাতী গোলের পর ব্রাজিলিয়ান রবসন রবিনিয়োর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করেছে কিংস।

দুই দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগের দুই চ্যাম্পিয়নের ম্যাচ যে টানটান উত্তেজনার হবে, সেটা আগে থেকে অনুমান করা যাচ্ছিল।

প্রতিপক্ষের মাঠে প্রথমদিকে গুছিয়ে উঠতে বেগ পেতে হয় কিংসকে। সময় যত গড়ায় বল দখলে নিয়ে একের পর এক আক্রমণ সাজায় অস্কার ব্রুজনের বাহিনী। ম্যাচের ২৫ মিনিটে আত্মঘাতী গোলে স্বপ্নের শুরু হয় কিংসের। খালিদ শাফির বাড়িয়ে দেয়া বল দখলে নেয়ার চেষ্টা করেন রাউল বেসেরা ও মাজিয়ার অধিনায়ক মোহামেদ ইরুফান।

বেসেরার শটের আগেই বল ক্লিয়ার করার চেষ্টা করেন ইরুফান। শটটা ভাসতে ভাসতে গোলবার ছেড়ে এগিয়ে আসা গোলকিপার মারমাতখানভের মাথার ওপর দিয়ে জালে জড়ালে লিড নিয়ে নেয় কিংস।

ম্যাচে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বলের দখল নিতে শুরু করে কিংস। ব্যবধান বাড়াতে মুখিয়ে থাকা কিংস পায় তাদের দ্বিতীয় গোল।

বক্সের বাইরে থেকে নেয়া কিংসের মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজের শট বার ছুঁয়ে বাইরে চলে যায়। ছবি: এএফসি

পাল্টা আক্রমণ থেকে ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। ডি বক্সের বাইরে বল দেয়া-নেয়া করে ডান দিক দিয়ে ঢুকে পড়েন রবসন রবিনিয়ো।

বল নিয়ে সিক্স ইয়ার্ডের একটু সামনে থেকে একেবারে বুলেট শটে গোলকিপারকে বোকা বানিয়ে ম্যাচের সব আলো নিজের করে নেন এই ব্রাজিলিয়ান।

এই দুই গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় কিংস।

পুরো ম্যাচে মাজিয়াকে ক্লিয়ার কোনো সুযোগ দেয়নি কিংসের ডিফেন্স। ছবি: এএফসি

দ্বিতীয়ার্ধে রাউল বেসেরার পাস থেকে ডি-বক্সের ভেতরে দারুণ একটা সুযোগ পান বিশ্বনাথ ঘোষ। বল না থামিয়ে শট নিলে বল চলে যায় বারের অনেক ওপর দিয়ে।

এর পরে মালদ্বীপের ডি-বক্সের বাইরে থেকে বেসেরার দুটি শট ডিফ্লেক্ট হয়ে চলে যায় বারের বাইরে দিয়ে।

পরে আর গোলের দেখা পায়নি কোনও দল। জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে কিংস। এ জয়ে তিন পয়েন্ট ঝুলিতে বগলবাদা করল ব্রুজন বাহিনী।

ভরপুর আত্মবিশ্বাস নিয়ে ২১ আগস্ট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস খেলবে ভারতের দল ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে।

ডি-গ্রুপের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছে এটিকে মোহনবাগান।

এ বিভাগের আরো খবর