প্রিমিয়ার লিগ চলছে। ২৭ আগস্ট পর্যন্ত চলবে লিগের ম্যাচ। এর পর শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। জামাল ভূঁইয়ারা ফিরবেন ক্যাম্পে। কবে নাগাদ ক্যাম্প শুরু হতে চলেছে সেটি চূড়ান্ত হয়নি।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তিন ম্যাচ সামনে রেখে অন্তত ছয়দিনের প্রস্তুতি চান জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে ৬ দিন ট্রেনিংয়ের সুযোগ চেয়েছেন এই ইংলিশ ট্যাকটিশিয়ান।
জেমির চাওয়া পূরণ করতে আলোচনায় বসতে চলেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জেমির চাওয়া নিয়ে নিউজবাংলাকে বলেন, ‘৩০ আগস্ট থেকে ক্যাম্প শুরুর পরিকল্পনা। একদিন দুইদিন ট্রেনিং করে লম্বা একটা জার্নি আছে। কিরগিজস্তানে যেতে প্রায় ২৪ থেকে ২৫ ঘণ্টার জার্নি হবে। তার আগে অন্তত ছয়দিন ট্রেনিং করতে চায় জেমি ডে।’
ছয় দিনের প্রস্তুতি নিয়ে কিরগিজস্তানে তিনটি ম্যাচ খেলতে চান জেমি। ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর তিন প্রতিপক্ষ যথাক্রমে ফিলিস্তিন, কিরগিজস্তান জাতীয় দল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ।এই সফরের জন্য জেমি স্কোয়াড চূড়ান্ত করবেন লিগের ম্যাচগুলো দেখে। ১০ দিনের মধ্যেই চূড়ান্ত স্কোয়াড বাছাই করবেন তিনি।
নিউজবাংলাকে জেমি বলেন, ‘লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পে চলে আসবে খেলোয়াড়রা। লিগে যারা ভালো খেলছে তারা সুযোগ পাবে। ১০ দিন আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব যাতে সেরা ফুটবলাররাই দলে সুযোগ পায়।’
তবে দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন কোচ। দুই-একজন নতুন ফুটবলার যোগ হতে পারে দলে।
জাতীয় দলের প্রধান কোচ বলেন, ‘আমি তিন বছর ধরে এখানে আছি। একই খেলোয়াড় একই ক্লাবের হয়ে খেলছে। এমন নয় যে হঠাৎ করে নতুন ১০ জন ফুটবলার ভালো করছে। কয়েকজন আছে যাদের আগে বাছাই করা হয়নি জাতীয় দলের জন্য। কিছু দেশের বাইরের আছে পর্যবেক্ষণে।
‘করোনা পরিস্থিতির কারণে বিষয়টি কঠিন হয়ে পড়েছে। যে কারণে খুব বেশি পরিবর্তন হবে না দলের।’
এ এফসি কাপের জন্য মালদ্বীপে থাকা বসুন্ধরা কিংসের ফুটবলাররা সেখান থেকেই যাবেন কিরগিজস্তানে। এ বিষয়ে সোহাগ বলেন, ‘কিংসের জাতীয় দলের ফুটবলারদের মালদ্বীপ থেকে সরাসরি তাজিকিজস্তানে যাওয়া আয়োজনের চেষ্টা হচ্ছে। তাদের লম্বা যে বিমান যাত্রা সেটা হয়তো ছোট করা সম্ভব হবে।’
তিন ম্যাচের প্রস্তুতি নিয়ে অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলার লড়াইয়ে নামতে চান জেমি ডে।