বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ রাসেলকে গোলবন্যায় ভাসাল আবাহনী

  •    
  • ১৭ আগস্ট, ২০২১ ১৯:০৬

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী। জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন আবাহনীর সানডে চিজোবা ও রাফায়েল আগুস্তো।

প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ঢাকা আবাহনী। আগের ম্যাচে সাইফের কাছে হেরে পরের ম্যাচে বিশাল জয়ে ফিরেছে ধানমন্ডির জায়ান্টরা।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী। জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন আবাহনীর সানডে চিজোবা ও রাফায়েল আগুস্তো।

লিগের প্রথম পর্বে আবাহনীকে ১-১ ব্যবধানে রুখে দিয়েছিল শেখ রাসেল।

দ্বিতীয় লেগে অনেকগুলো সমীকরণকে সামনে রেখে নামে দুই দল। প্রথমত, সেরা চারে টিকে থাকার লড়াই। দ্বিতীয়ত, রানার আপ হওয়ার দৌড়ে এগিয়ে যাওয়া।

পরের এএফসি কাপ টুর্নামেন্টের টিকিট পেতে এবার রানার আপ হতে হবে আবাহনীকে। তাদের সবচেয়ে বড় বাধা ধানমন্ডির আরেক জায়ান্ট শেখ জামাল। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট ঝুলিতে ভরে দুইয়ে আছে শেখা জামাল।

আবাহনীর জন্য তাদের ছাড়িয়ে যাওয়ার কাজটা কঠিন। এক ম্যাচ বেশি খেলেও দুই পয়েন্ট পিছিয়ে আছে মারিও লেমসের বাহিনী।

শেখ রাসেলকে হারিয়ে শেখ জামালের পিছু পিছু লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে আবাহনী।

ম্যাচের ৩২ মিনিটে সানডের স্ট্রাইকে শেখ রাসেলের জালে বল জড়িয়ে লিড নেয় আবাহনী। প্রথমার্ধে এক গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় দলটি।

ফিরে সমতা আনে শেখ রাসেল। আসরভের গোলে ১-১ ব্যবধান করে ফেলে সাইফুল বারী টিটুর বাহিনী।

এর পরে ২০ মিনিটে আরও চারটি গোলে করে ম্যাচটাকে এক তরফা বানিয়ে ফেলে আবাহনী। জোড়া গোল আসে সানডে ও রাফায়েলের কাছ থেকে। অন্য গোলটি করেন বেলফোর্ট। তিন বিদেশির গোলে বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এই হারে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকার সম্ভাবনা শেষ হয়ে গেল শেখ রাসেলের। বাকি তিন ম্যাচ জিতলেও চারে ঢোকা সম্ভব না টিটুর বাহিনীর। ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মোহামেডান। আর আবাহনী রয়েছে তিনে।

এ বিভাগের আরো খবর