প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে এমনি এমনি জায়ান্ট কিলার বলা হয় না। তার প্রমাণ আরও একবার পাওয়া গেল মঙ্গলবার। চট্টগ্রাম আবাহনীকে চমকে দিয়েছে পুরান ঢাকার দলটি। আর্মি স্টেডিয়ামে মারুফুল হকের দলকে ২-০ গোলে হারিয়েছে সৈয়দ জিলানীর বাহিনী।
কয়দিন আগে লিগ চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসকে যেখানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী, তারাই হেরে গেল রহমতগঞ্জের কাছে।
এতে করে লিগে ৫ম জয়ের স্বাদ পেল পুরান ঢাকার দলটি। আর টানা চার ম্যাচে জয়ের পর হারের স্বাদ পেল আবাহনী।
ম্যাচে আধিপত্য ছিল মারুফ বাহিনীরই। প্রথমার্ধ পর্যন্ত তাদের রুখে দেয় রহমতগঞ্জ।
পাল্টা আক্রমণের কৌশলে ৮১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে জিলানীর শিষ্যরা। মাঝমাঠে বল পেয়ে গোছানো ফুটবল উপহার দিয়ে বল ডি-বক্সের ভেতরে নেয় দলটি। পরে লেমির পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে জালে বল জড়ান রহমতগঞ্জের স্ট্রাইকার ফেলিক্স সিডি।
পরে ম্যাচে ফিরতে মরিয়া আবাহনী ভুল করে বসে ম্যাচের ইনজুরি টাইমে। এবার সিডির ক্রস থেকে ডি-বক্সের বাম প্রান্তে বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন কিরণ।লিগে এই ডিফেন্ডারের গোলের শটে লাফিয়েও শেষ রক্ষা করতে পারেনি আবাহনীর গোলকিপার নাইম। এ গোলেই লিগে ষষ্ঠ হার দেখল মারুফুল হকের দল। এ জয়ে টেবিলের নয়ে উঠে এলো রহমতগঞ্জ। তাদের ঝুলিতে পয়েন্ট ২১। আর ৪০ পয়েন্ট নিয়ে চারে চট্টগ্রাম আবাহনী।