দেশের ফুটবল ইতিহাসে বিরল কীর্তি গড়লেন সালমা আক্তার মনি। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথম নারী হিসেবে রেফারির দায়িত্ব পালন করলেন ফিফার এই নারী রেফারি।
রোববার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা ম্যাচে সহকারি রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সালমা।
প্রথমবার দেশের ফুটবল এমন কোনো দৃশ্য দেখল।
সালমাকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, ‘সালমা আক্তার মনির অজর্ন দেশের ফুটবল ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।’
জয়া চাকমা ও সালমা কিছুদিন আগে এএফসির রেফারিং কোর্সে অংশ নিয়ে ভালো পারফর্ম করেন। এএফসির এলিট কোর্সে প্রবেশ করতে তাদের ফিটনেস ও গেম পরীক্ষার ভিডিও চেয়েছে এএফসি।
দেশের ফুটবলে এমন মাইলফলকের দিনে আরামবাগকে এক গোলে হারিয়েছে উত্তর বারিধারা। রাশেদুল শুভর গোলে চার ম্যাচ পর জয়ের দেখা পেল বারিধারা।
আর টানা পাঁচ ম্যাচে হারের স্বাদ নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আরামবাগ।