বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বার্সার সহজ জয়ে না থেকেও ‘ছিলেন’ মেসি

  •    
  • ১৬ আগস্ট, ২০২১ ১২:৩৪

মেসিকে ছাড়া ১৭ বছর পর খেলতে নেমে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে সহজে হারায় বার্সা। ম্যাচের প্রায় পুরোটা সময়জুড়েই ছিল ভক্তদের ‘মেসি, মেসি’ চিৎকার।
সেই চিরচেনা কাম্প ন্যু, পরিচিত ব্লুগ্রানা জার্সি, অধিকাংশ চেনা মুখ। তারপরও যেন শূন্যতা পুরো স্টেডিয়ামজুড়ে। বার্সেলোনার প্রথম লিগ ম্যাচের দিন লিওনেল মেসি যেন মাঠে না থেকেও জানান দিয়ে গেলেন নিজের অস্তিত্বের।করোনাভাইরাস মহামারির কারণে কাম্প ন্যুয়ের ধারণক্ষমতার পাঁচ ভাগের এক ভাগ দর্শককে গ্যালারিতে থেকে খেলা দেখার অনুমতি দেয়া হয়। ওই ২০ হাজার ভক্তই মাঠের মধ্যে ফিরিয়ে আনলেন মেসিকে।ম্যাচের প্রায় পুরোটা সময়জুড়েই ছিল তাদের ‘মেসি, মেসি’ চিৎকার। অনেকে মেসির নামের ব্যানার নিয়ে এসেছিলেন। অনেকে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার বিপক্ষে ক্ষেপে আছেন মেসিকে যেতে দেয়ার কারণে। তাদের ব্যানারে লেখা ছিল ‘লাপোর্তা, বার্সায় তোমার কাজ নেই’ ও ‘বার্সাকে হ্যাঁ ও লাপোর্তাকে না বলুন’।ম্যাচের পারফরম্যান্সে অবশ্য সমর্থকদের মন ভরিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। মেসিকে ছাড়া ১৭ বছর পর খেলতে নেমে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে সহজে হারায় বার্সা।১৯ মিনিটে গোলের শুরু করেন জেরার্ড পিকে। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্র্যাথওয়েইট।এই ডেনের দ্বিতীয় গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। ম্যাচভাগ্যও নিশ্চিত হয়ে যায় তখনই।তিন গোলে এগিয়ে থাকা বার্সেলোনা শেষ দিকে কিছুটা ঢিল দেয়ায় দুই গোল ফেরত দেয় সোসিয়েদাদ। ৮২ মিনিটে হুলেন সিয়েনফুয়েহোসের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১।এর মিনিট তিনেক পর দুর্দান্ত এক ফ্রি কিক থেকে স্কোরলাইন ৩-২ বানিয়ে দেন মিকেল ওয়ারসাবাল।শেষ পাঁচ মিনিট স্নায়ু চাপে ভুগতে থাকে বার্সেলোনা। ভর করে মৌসুমের প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানোর ভয়। সেই ভয় থেকে তাদের মুক্ত করেন সার্হি রোবের্তো।ব্র্যাথওয়েইটের পাস থেকে ইনজুরি টাইমে গোল করে বার্সেলোনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেন এই স্প্যানিয়ার্ড।নিজ মাঠে ৪-২ গোলের জয় নিয়ে লিগ শিরোপা ফিরে পাবার মিশন শুরু করে বার্সেলোনা। মেসির জন্য হাহাকার থাকলেও সমর্থকরা পিকে-বুস্কেটস-আলবাদের সমর্থন জুগিয়ে গেছেন পুরোটা সময়। ম্যাচ শেষে বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার পিকে ধন্যবাদ জানান দর্শককে।তিনি বলেন, ‘সমর্থকরা আমাদের সঙ্গে ছিল। তারা ফুটবল খেলা দেখতে চায়। আমরা জানতাম তারা এভাবেই প্রতিক্রিয়া জানাবে, কারণ লিও তাদের কাছে কী ছিল এটা আমরা সবাই জানি। কিন্তু সবকিছু পাল্টে যাওয়ার পরও আমাদের এগিয়ে যেতে হবে।’রাতের অন্য ম্যাচে সেলতা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। আর রায়ো ভায়েকানোকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সেভিয়া।

এ বিভাগের আরো খবর