গ্যালারি ভরা ওল্ড ট্র্যাফোর্ডে দুর্দান্ত জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম ম্যাচেই ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিক ম্যাজিকে দর্শক পায় উড়ন্ত জয়ের স্বাদ।
লিগে এটাই প্রথম হ্যাটট্রিক। সঙ্গে রেড ডেভিলদের জার্সিতে এটা পর্তুগিজ ফার্নান্দেসের ক্যারিয়ারের প্রথম এক ম্যাচে তিন গোল। তার জাদুতে লিডস ইউনাইটেডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় ওলে গানার শোলস্কায়ারের বাহিনী।
প্রথমার্ধ পর্যন্ত চিত্র খুব একটা সহজ ছিল না। ম্যাচের ৩০ মিনিটে পল পগবার পাস থেকে গোল করে রেডদের লিড এনে দেন ফার্নান্দেস।
এক গোলের স্বস্তি নিয়ে বিরতি থেকে ফিরে বেশ হোঁচট খেতে হয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে মাঠে নামার তিন মিনিটের মধ্যে লুক এইলিংয়ের দুর্দান্ত গোলে সমতায় ফেরে লিডস।
পরের ২০ মিনিটে চারটি গোল করে ম্যাচের চেহারা সম্পূর্ণভাবে বদলে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। পগবার ক্রস থেকে মেসন গ্রিনউডের গোলে এগিয়ে যাওয়ার শুরু।
৬৮ মিনিটে ফ্রেডের গোলের আগে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ফার্নান্দেস। হ্যাটট্রিকসহ ৪টি গোলে সরাসরি বলের যোগান দেন পল পগবা।
ম্যাচের ৭৫ মিনিটে অভিষেক হয় ইংল্যান্ডের উইঙ্গার জেডন সানচোর। ততক্ষণে লিডসের কপালে হার নিশ্চিত করে ফেলে রেডরা।
এদিন লিগের ম্যাচে জয়ের দেখা পেয়েছে চেলসি ও লেস্টার সিটি। চেলসি ৩-০ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে। আর লেস্টারের একমাত্র গোলের জয় আসে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে।