গত মৌসুমে ৮ নম্বরে থেকে লিগ শেষ করে আর্সেনাল। একসময়ের বড় দল হিসেবে স্বীকৃত লন্ডনের এই ক্লাবটি প্রাক মৌসুমে ভালো করতে পারেনি। টানা চারটি প্রস্তুতি ম্যাচ হেরে মৌসুম শুরু করে তারা।আর ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লিগে নতুন আসা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্সেনাল। এই হারে আরেকটি হতাশাজনক মৌসুমের শঙ্কায় পড়েছেন সমর্থকরা।ব্রেন্টফোর্ডের মাঠ কমিউনিটি স্টেডিয়ামে দুই অর্ধে দুই গোল করে স্বাগতিক দল। ২২ মিনিটে সার্হি কানোসের গোলে লিড নেয় ব্রেন্টফোর্ড। আর ৭৩ মিনিটে ম্যাচভাগ্য নিশ্চিত করে দেন ক্রিস্টিয়ান নোরগার্ড।দুই তারকা ফরোয়ার্ড আলেক্সান্ডার লাকাজেত ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে ছাড়া মাঠে নেমে ছন্নছাড়া খেলা উপহার দেয় আর্সেনাল। ব্রেন্টফোর্ডের হাই-প্রেসিং ও কাউন্টার অ্যাটাকনির্ভর খেলার কোনো জবাব দিতে পারেনি মিকেল আরতেতার দল।মৌসুমের খারাপ শুরুর পরও আরতেতা মনে করছেন তার দল জয় পাওয়ার জন্য যথেষ্ট ভালো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের যে দলটা আমরা নামিয়েছিলাম সেটা যথেষ্ট ভালো। এই দল নিয়েই ভিন্ন ফল আনা সম্ভব। আমরা পরিষ্কার জানি আমাদের কী করতে হবে, শক্তির জায়গাটা কোথায় ও উন্নতি কোথায় করতে হবে।’টানা চার প্রস্তুতি ম্যাচ হার ও লিগের উদ্বোধনী ম্যাচে পরাজয়ের পর নতুন খেলোয়াড় আনবে কিনা ক্লাব, সেই প্রশ্নও এড়িয়ে যান আরতেতা। এই স্প্যানিশ ট্যাকটিশিয়ানের মতে, তাদের হাতে যেসব খেলোয়াড় আছে তাদের কাজে লাগাতে হবে।আরতেতা বলেন, ‘যে পারফরম্যান্স দেখে এসেছি এত দিন মনে হয় না আজকে তার চেয়ে ভিন্ন কিছু হয়েছে। আমাদের যারা খেলোয়াড় রয়েছেন তাদের ব্যবহার করেই আমাদের সেরা খেলার উপায় বের করতে হবে ও ফুটবল ম্যাচ জিততে হবে।’ব্রেন্টফোর্ডের কাছে হারের পর দলের ভুলত্রুটি সারিয়ে নিতে বেশি সময় পাচ্ছেন না আরতেতা। আগামী দুই সপ্তাহে তাদের ৩টি ম্যাচ খেলতে হবে। সামনের রোববার আর্সেনাল যাচ্ছে চেলসির মাঠে। এরপর ইএফএল কাপের ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মুখোমুখি হবে তারা।২৯ আগস্ট চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মাঠে খেলে মাস শেষ হচ্ছে তাদের।
হেরেও দলকে ‘যথেষ্ট ভালো’ বললেন আরতেতা
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লিগে নতুন আসা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্সেনাল। এই হারে আরেকটি হতাশাজনক মৌসুমের শঙ্কায় পড়েছেন সমর্থকরা।
-
ট্যাগ:
- ইংলিশ প্রিমিয়ার লিগ
এ বিভাগের আরো খবর/p>