আগে থেকেই দলে ছিলেন নেইমার, দি মারিয়া ও মাউরো ইকার্দি। যোগ দিয়েছেন লিওনেল মেসি। সর্বকালের সেরা তারকাকে আসার পর অনেক প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সমর্থকের ধারণা কিলিয়ান এমবাপে ক্লাব ছেড়ে দেবেন।গত মৌসুম শেষে ইউরোর আগ দিয়ে এমবাপে জানিয়েছিলেন, নতুন চ্যালেঞ্জ খুঁজছেন তিনি। আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও চায় এমবাপেকে দলে টেনে ভবিষ্যৎ নিশ্চিত করতে।মেসি আসাতে এমবাপের ক্লাব ছাড়ার গুঞ্জন আরেকটু হাওয়া পেয়েছে।পিএসজি অবশ্য পরিকল্পনা করছে তিন তারকাকে নিয়ে আক্রমণভাগ সাজানোর। তিন সেরা ফরোয়ার্ডকে নিয়ে অধরা চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলতে চায় ক্লাবটি।মাত্র দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে পিএসজিতে এসেছেন মেসি। প্যারিস জায়ান্টদের এই দুই বছরে পারিশ্রমিক বাবদ প্রায় ৭ কোটি ইউরো আর্জেন্টাইন অধিনায়ককে দিতে হবে। সেখানে অবশ্য চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।গত মে মাসে নেইমার দলের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়েছেন। অন্যদিকে এই মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এমবাপের।নিজের ভবিষ্যৎ বিষয়ে মন্তব্য করেননি এমবাপে। পিএসজি ১৮ কোটি ইউরো মূল্যের এই তরুণকে হারাতে চায় না। এমবাপে এই বছর নতুন চুক্তি সই না করলে, ২০২২ সালের জুনে বিনা ট্রান্সফার ফিতেই তাকে ছাড়তে হবে পিএসজির।মেসির আগমনে এমবাপের ভবিষ্যৎ কী হবে এমন প্রশ্ন করা হলে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাফি জানান এক তারকা আসায় আরেকজনকে চলে যেতে হবে এমন কোনো কথা নেই।তিনি বলেন, ‘কিলিয়ান প্যারিসের নাগরিক। তিনি প্রতিযোগিতা করতে পছন্দ করেন। সব টুর্নামেন্টে প্রতিযোগিতা করতে পারবে এমন একটি ক্লাব চেয়েছিলেন তিনি। ফ্রান্সে এখন আমাদের চেয়ে শক্ত কোনো ক্লাব নেই।’ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন, মেসির ছায়ায় খেলতে চান না এমবাপে। নিজেই কোনো ক্লাবের মূল খেলোয়াড় হতে চান। মেসির ক্লাবে সেটি সম্ভব নয়।মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত বার্তা দেন এমবাপে। মেসির সঙ্গে খেলতে না চাইলেও ক্লাবের অনুশীলনে তাকে হাসিমুখে শুভেচ্ছা জানান এই ফরাসি ফরোয়ার্ড।পিএসজির উরিডু ট্রেনিং গ্রাউন্ডে দুই জনই বৃহস্পতিবার অনুশীলন করেন। সেখানে মেসি-নেইমারের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে প্রস্তুতি সেরেছেন ২২ বছর বয়সী এমবাপে।
মেসি আসায় নাখোশ এমবাপে
মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত বার্তা দেন এমবাপে। মেসির সঙ্গে খেলতে না চাইলেও ক্লাবের অনুশীলনে তাকে হাসিমুখে শুভেচ্ছা জানান এই ফরাসি ফরোয়ার্ড।
-
ট্যাগ:
- মেসি
- আর্জেন্টিনা
এ বিভাগের আরো খবর/p>