বিশ্ব কাঁপানো দলবদল শেষে লিওনেল মেসি এখন পুরোদস্তুর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়।
মঙ্গলবার দলে যোগ দিয়েছেন। বুধবার শেষ হয়েছে আনুষ্ঠানিকতার পালা। পরদিন নেমে গেলেন আসল কাজে।
বাংলাদেশ সময় রাত ৮টায় পিএসজির স্টেডিয়াম সংলগ্ন উরিডু ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন সর্বকালের সেরা এই তারকা ফুটবলার।
সকালের পর শুরু হয় দলের অনুশীলন পর্ব। শুরুতে জিম ও স্ট্রেচিং সেশন শেষে ছিল খাবার বিরতি। এরপর বিকেলে চলে পুরোদমে অনুশীলন।
জিম সেশনের আগে মেসিকে পরিচয় করিয়ে দেওয়া হয় পুরো স্কোয়াডের সঙ্গে। মেসির সঙ্গে প্রথম দিন অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে আনহেল দি মারিয়া, সার্হিও রামোসসহ পুরো স্কোয়াডের সবাই। আপাতত বড় কোনো ইনজুরি সমস্যা নেই স্কোয়াডে।
পরে উরিডু গ্রাউন্ডে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে অনুশীলন করেন মেসি-নেইমাররা।
অনুশীলনে যোগ দিলেও আপাতত পিএসজির হয়ে মাঠে নামতে সপ্তাহ দুয়েক সময় চেয়েছেন মেসি। কোপা আমেরিকার পর ফুটবলের বাইরে প্রায় দেড় মাস থাকায় নিজের ম্যাচ ফিটনেস নিয়ে আরও কাজ করে মাঠে নামতে চান ছয়বারের ব্যালন ডর জয়ী।
যে কারণে পিএসজির পরের দুই ম্যাচে তাকে দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি। ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পিএসজির নতুন ৩০ নম্বর জার্সিতে অভিষেক হতে পারে মেসির।
ফ্রেঞ্চ লিগের খেলা মাঠে গড়িয়েছে ৮ আগস্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫ আগস্ট স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছে পিএসজি।