প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে শেখ জামাল। ঢাকা আবাহনীর সঙ্গে ড্র করে সবশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হারে ধানমন্ডির জায়ান্টরা।
দুই ম্যাচ পর উত্তর বারিধারাকে উড়িয়ে নিজেদের স্টাইলেই জয়ে ফিরল শেখ জামাল। শফিকুল ইসলাম মানিকের বিদায়ের পর এটা প্রথম জয় দলটির।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পা ওমর জবের চার গোলের ম্যাচে বারিধারাকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় শেখ জামাল।
বারিধারার রক্ষণে আক্রমণের পর আক্রমণ করে জালের সন্ধান খুঁজে নেয় শেখ জামাল।
আধিপত্য বিরাজ করে শুরুতে লিড নেয় হলুদ জার্সিধারীরা। ম্যাচের ১৫ মিনিটে সুলেমান সিল্লাহর ক্রস থেকে গোলে করে দলকে এগিয়ে নেন পা ওমর জবে। তার ঠিক আট মিনিট পরে এই গাম্বিয়ানের আরেকটি গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।
ম্যাচে ফিরতে খুব সময় নেয়নি বারিধারা। জিন্টু রেজার পাস থেকে গোল করে ব্যবধান কমান সুমন রেজা।
দ্বিতীয়ার্ধে ফিরে আরও ভয়ংকর হয়ে ওঠে জামাল। ম্যাচের ৭০ মিনিটে কানফর্মের পাস থেকে ব্যবধান ৩-১ করে ফেলেন সুলেমান সিল্লাহ। তার চার মিনিট পরে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের চতুর্থ গোলটি করেন পা ওমর জবে।
সেখানেই বারিধারার ফেরার সুযোগ শেষ হয়ে যায়। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলের দেখা পান জবে। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
জবের হ্যাটট্রিকের দিনে অ্যাসিস্টেও হ্যাটট্রিক পূরণ করেন সোলমন কানফর্ম।
এ জয়ে ঢাকা আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে ফিরেছে শেখ জামাল। ১৬ পয়েন্ট ঝুলিতে রেখে বারিধারার অবস্থান ১০ম।