বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমে উঠেছে বিপিএলের সেরা চারের লড়াই

  •    
  • ১২ আগস্ট, ২০২১ ০০:৩৫

রানার আপ হলে মিলবে এএফসি কাপের টিকিট। চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বসুন্ধরা কিংস। এখন দ্বিতীয় দল হিসেবে কে এই টুর্নামেন্ট নিশ্চিত করবে সেই রেস চলছে।

চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে, লড়াই এখনও শেষ হয়নি। জমে উঠেছে সেরা চারে থাকার লড়াই। বিশেষ করে দুইয়ে থেকে লিগ শেষ করার চ্যালেঞ্জে উঠে-পড়ে লেগেছে শীর্ষ দলগুলো।

কারণ, রানার আপ হলে মিলবে এএফসি কাপের টিকিট।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বসুন্ধরা কিংস। এখন দ্বিতীয় দল হিসেবে কে এই টুর্নামেন্ট নিশ্চিত করবে সেই রেস চলছে।

ঢাকার মাঠ গরম হয়ে উঠেছে দুইয়ে থাকার লড়াই নিয়ে। আর সেরা চারে থাকার লড়াইটা রীতিমত সম্মানের দৌড়ে পরিণত।

কিংসের পর সেরা চারে থাকার লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে সবমিলে ছয় দলের।

দলগুলো হলো- দুই আবাহনী, শেখ জামাল, মোহামেডান, সাইফ স্পোর্টিং ও শেখ রাসেল।

এই ছয় দলের মধ্যে পয়েন্টের ব্যবধান খুবই কম। ৫৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস। ঝুলিতে ৪০ পয়েন্ট নিয়ে দুই আছে ঢাকা আবাহনী। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ জয়ীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল। এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৩৯।

শেখ জামালের থেকে মাত্র দুই পয়েন্ট কমে চারে রয়েছে চট্টগ্রাম আবাহনী। এই তিন দলই জিতেছে ১১টি করে ম্যাচ।

শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী জিতে যাওয়ায় সেরা চারের জায়গাটা ছেড়ে দিতে হয়েছে মোহামেডানকে। তবে খুব বেশি দূরত্ব নেই দুই দলের। মাত্র এক পয়েন্টের ব্যবধানে ৩৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে তারা।

১৯ ম্যাচ খেলে সাইফও ধরে ফেলতে পারে মোহামেডানকে। তাদের ঝুলিতে রয়েছে ৩২ পয়েন্ট। আর মাত্র দুই পয়েন্ট কমে ২০ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৩০।

সেরা চারে থাকার যে ইঁদুর-বিড়াল লড়াই শুরু হয়েছে তা চলতে পারে শেষ ম্যাচ পর্যন্ত। এখনও অন্তত চারটি করে ম্যাচ হাতে পাচ্ছে এই ছয়টি দল।

শেষ পর্যন্ত কার হাতে উঠছে এএফসির টিকিট? এটা বলা মুশকিল। কেননা প্রতি ম্যাচেই লিগের পয়েন্ট টেবিলে ওলট-পালট চলছে। ২৪তম রাউন্ড পর্যন্ত যে এই স্নায়ুযুদ্ধ চলবে তা বলার অপেক্ষা রাখে না।

এ বিভাগের আরো খবর