বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির জার্সি নিয়ে হুলুস্থুল

  •    
  • ১১ আগস্ট, ২০২১ ১২:০২

মেসির নম্বর পিএসজিতে ৩০। এটা প্রকাশ হওয়ার পরপরই রাতে ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন ক্লাবের অফিশিয়াল স্টোরগুলোতে। ২০ মিনিটে শেষ হয়ে যায় সব নম্বর ছাড়া জার্সি।

প্রিয় দলের জার্সি পরে নিজেদের ভালোবাসা জানান ভক্তরা। প্রিয় তারকার জার্সি কিনতে মুখিয়ে থাকেন বিশ্বসেরা ক্লাবগুলোর সমর্থক। আর ক্লাবে যদি খেলেন লিওনেল মেসির মতো সর্বকালের সেরা একজন, তাহলে তো কথাই নেই।মেসি প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার গুঞ্জন শুরু হওয়ার পরপরই বেড়ে যায় ক্লাবটির জার্সির চাহিদা। ভক্তরা খালি জার্সি কিনে তাতে মেসির নাম ছাপিয়ে গায়ে দিয়েছেন। অনেকেই আবার অসদুপায় অবলম্বন করে রেপ্লিকা জার্সি বিক্রি করেছেন মেসির নাম ও ১০ নম্বর ছাপানোসহ।পিএসজিতে যোগ দেওয়ার পর জানা গেল মেসি ১০ নম্বরে খেলছেন না। সেটি তার প্রিয় বন্ধু নেইমারের জন্যই ছেড়ে দেন। পেশাদার ক্যারিয়ারের প্রথম যে নম্বর গায়ে চাপিয়েছিলেন, সেই ৩০কেই বেছে নিয়েছেন মেসি।মেসির নম্বর পিএসজিতে ৩০। এটা প্রকাশ হওয়ার পরপরই রাতে ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন ক্লাবের অফিশিয়াল স্টোরগুলোতে। ২০ মিনিটে শেষ হয়ে যায় সব নম্বর ছাড়া জার্সি।মেসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও জার্সি উন্মোচন বাংলাদেশ সময় বুধবার বিকেলে, তবে ভক্তদের তর সইছিল না। নম্বরহীন জার্সিই কিনে নিয়েছে মেসিভক্তরা। সেখানে নিজেরাই নাম ও নম্বর বসিয়ে নেবেন মেসির।শুধু ভক্তরাই নন; মেসির জার্সি নম্বরকে স্বাগত জানিয়েছেন আরেক সুপারস্টার। মেসির বন্ধু ও আমেরিকান বাস্কেটবল সুপারস্টার স্টেফ কারি নিজের জার্সির ছবির সঙ্গে মেসির জার্সির ছবি দিয়ে টুইট করেছেন।আমেরিকার জনপ্রিয় ন্যাশনাল বাস্কেটবল লিগের (এনবিএ) অন্যতম সেরা দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের হয়ে ৩০ নম্বর জার্সিতে খেলেন কারি।টুইটারে কারি ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, ‘মেসির রুচি ভালো। পিএসজিতে শুভকামনা বন্ধু।’মেসিকে নিয়ে ভক্তদের আবেগ ছাপিয়ে গেছে উন্মাদনাকেও। পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা দুই ঘণ্টায় বেড়েছে ২ কোটি ২০ লাখ।ফ্রি-এজেন্ট মেসিকে দলে টানতে কোনো অর্থ খরচ করতে না হলেও দুই বছরে বেতন বোনাস মিলিয়ে প্রায় ৮ কোটি ইউরো খরচ করতে হবে পিএসজিকে। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ফরাসি ক্লাবটির প্রাথমিক চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত।ক্রীড়াবাণিজ্য বিশ্লেষকদের ধারণা, এ দুই বছরে মেসির পেছনে বিনিয়োগকৃত অর্থের অন্তত তিন গুণ ফেরত পাবে পিএসজি। অঙ্কটা প্রায় ২৫ কোটি ইউরো।জার্সি ও মেসির মার্চেন্ডাইজ ছাড়াও পিএসজি বাড়াচ্ছে টিভি রাইটস ও বিজ্ঞাপনের মূল্য। এ ছাড়া মেসির বিশাল ব্যক্তিগত স্পনসরের বহর থেকেও কমিশন বাবদ মোটা অঙ্ক আয় করতে পারবে তারা। নতুন চুক্তি তো আছেই।ফরাসি পর্যটন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানান, মেসি প্যারিসে আসার ফলে শহরে পর্যটকের সংখ্যা বাড়বে কয়েক গুণ।সব মিলিয়ে লিওনেল মেসি যে আগামী বছর দুয়েকের জন্য পিএসজি ও প্যারিসের চেহারা পাল্টে দিতে যাচ্ছেন, সে বিষয়ে আপাতত সন্দেহের অবকাশ থাকছে না।

এ বিভাগের আরো খবর