লিওনেল মেসির কিংবদন্তিতে যুক্ত হলো নতুন এক অধ্যায়। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এখন থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়। বাংলাদেশ সময় বুধবার ভোরে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি।ইউরোপ সময় বিকেলে প্যারিসে পা দেওয়ার পর থেকে মেসিকে ঘিরে ছিল উন্মাদনা। ভক্তরা ভিড় করেন বিমানবন্দর, ক্লাব প্রাঙ্গণ ও হোটেলের বাইরে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর থেকে মেসির স্টেডিয়াম ও হোটেলে জনসাধারণের চলাচল।তবে ছয়বারের ব্যালন ডির জয়ী তারকাকে স্বাগত জানাতে প্রায় ২০ ঘণ্টা ধরে অপেক্ষা করতে থাকা ভক্তদের ভিড় কমেনি। ‘মেসি-মেসি’ চিৎকারে তারা মাতিয়ে রাখেন পিএসজির স্টেডিয়াম পার্ক দে প্রিন্সেসের প্রবেশ পথ ও বিমানবন্দর।পিএসজির মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার পর চুক্তি সই করতে যান ক্লাব কার্যালয়ে। সেখানে ক্লাবের সভাপতি নাসির আল খালাফি ও হেড কোচ মরিসিও পচেত্তিনোর উপস্থিতিতে চুক্তি শেষ করেন আর্জেন্টাইন এই মহাতারকা।এরপর মেসির জার্সি উন্মোচন করা হয়। পিএসজিতে চেনা পরিচিত ১০ নম্বর নয়, ৩০ নম্বর জার্সিতে খেলবেন মেসি। পেশাদার ক্যারিয়ারের শুরুতে ৩০ নম্বর জার্সি পড়েই বার্সেলোনায় খেলতেন তিনি।চুক্তিতে মেসির পক্ষ থেকে বিশেষভাবে উল্লেখ করা আছে যে আর্জেন্টিনা জাতীয় দলকে তিনি সর্বক্ষেত্রে প্রাধান্য দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ জাতীয় দলে খেলার ক্ষেত্রে পিএসজি মেসিকে কোনো বাধা দিতে পারবে না।পিএসজির সঙ্গে মেসির চুক্তি প্রাথমিকভাবে দুই বছরের। এরপর মেসি চাইলে আরও এক বছর বাড়াতে পারবেন। বছরে সাড়ে ৩ কোটি ইউরো (প্রায় সাড়ে তিন শো কোটি টাকা) বেতন পাবেন মেসি। এর সঙ্গে পারফরম্যান্স বোনাস ও বিশেষ ভাতা থাকছে।নেইমার ও এমবাপের মতো তারকা থাকার পরও মেসিই পিএসজির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার।চুক্তি শেষ করার পর মেসি বলে ক্যারিয়ারে নতুন এই অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন তিনি।মেসি বলেন, ‘এই ক্লাবের প্রায় সবকিছুই আমার ফুটবল আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সঙ্গে মিলে যায়। আমি জানি এই স্কোয়াড ও কোচিং স্টাফরা কতটা প্রতিভাবান। ক্লাব ও সমর্থকদের জন্য আমি বিশেষ কিছু তৈরি করতে চাই। পার্ক দে প্রিন্সেসে নামতে আমি মুখিয়ে আছি।’ফ্রেঞ্চ লিগের খেলা মাঠে গড়িয়েছে ৮ আগস্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫ আগস্ট স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। ওইদিনই ক্লাবের হয়ে অভিষেক হতে পারে লিওনেল মেসির।
মেসি এখন পিএসজির
চুক্তিতে মেসির পক্ষ থেকে বিশেষভাবে উল্লেখ করা আছে যে, আর্জেন্টিনা জাতীয় দলকে তিনি সর্বক্ষেত্রে প্রাধান্য দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ জাতীয় দলে খেলার ক্ষেত্রে পিএসজি মেসিকে কোনো বাধা দিতে পারবে না।
-
ট্যাগ:
- মেসি
- আর্জেন্টিনা
এ বিভাগের আরো খবর/p>