ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন লিওনেল মেসি। শহরটির জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কাজটি সেরে ফেলবেন এই আর্জেন্টাইন মহাতারকা। প্যারিসে ইতোমধ্যে মেসিকে স্বাগত জানিয়েছেন তার সাবেক বার্সা সতীর্থ ও বন্ধু নেইমার।
আর ভিডিও দিয়ে টুইটারে মেসিকে স্বাগত জানিয়েছে পিএসজি।
ভিডিওতে মেসির ছবি বা নাম উল্লেখ না থাকলেও ছয়টি ব্যালন ডর পুরস্কারের দৃশ্য দেখানো হয়েছে। আধা ঘণ্টার মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ৩০ মিনিটে ভিডিওটি দেখা হয়েছে ছয় মিলিয়নেরও বেশি বার।
প্যারিসে পৌঁছে বিমানবন্দরে ঢল নামা সমর্থকদের হাত উঁচু করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে মেসিকে।
সোমবার সকাল থেকেই এয়ারপোর্ট ও ক্লাবের স্টেডিয়াম পাড়ায় সমর্থকদের মিছিল শুরু হয়ে যায়। গণমাধ্যমও ক্যামেরা তাক করে বসে ছিল মেসির আগমনের বার্তায়।
গতকাল চুক্তির কার্যক্রম সম্পন্ন না হওয়ায় স্পেনেই থেকে যান মেসি। মঙ্গলবার দুই পক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের পরপরই বাংলাদেশ সময় ৭টায় স্পেন ছাড়েন মেসি। ব্যক্তিগত প্লেনে চড়ে পরিবারকে নিয়ে বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় প্যারিসে পৌঁছান এই বার্সা কিংবদন্তি।
এখন আনুষ্ঠানিক চুক্তিতে সই করার পালা মেসির। সঙ্গে মেডিক্যাল চেকাপও সেরে ফেলতে হবে তাকে।
ইউরোপীয় ফুটবলের ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফাব্রিসিও রোমানো বলছেন, পিএসজির দুই বছরের জন্য চুক্তি সই হচ্ছে মেসির। ২০২৪ সালের জুন পর্যন্ত পিএসজিতে থাকছেন তিনি। বছরের সাড়ে ৩ কোটি ইউরো পারিশ্রমিকে যোগ দিচ্ছেন মেসি। এর সঙ্গে বোনাস ও ভাতাও যোগ হবে।
২০০০ সালে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে ভর্তি হন মেসি। ২০০৪ সালে সুযোগ পান বার্সার মূল দলে। এরপর প্রায় ১৭ বছর এক ক্লাবেই ছিলেন মেসি।
বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন মেসি। সাফল্যে মোড়ানো ক্লাব ক্যারিয়ারে এই আর্জেন্টাইন জেতেন ৪টি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লিগ শিরোপাসহ ৩৫টি ট্রফি।
তবে বার্সেলোনার আর্থিক দুরাবস্থার সঙ্গে লা লিগার বিধিনিষেধের কারণে চুক্তি নবায়ন সম্ভব হয়নি এই আর্জেন্টাইন মেসির। ফলে তাকে বেছে নিতে হচ্ছে নতুন ঠিকানা।