বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়ে শীর্ষ চারে ফেরার স্বস্তি মোহামেডানের

  •    
  • ১০ আগস্ট, ২০২১ ১৯:৪৮

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি। লিগের প্রথম পর্বেও ব্রাদার্সকে হারিয়েছিল মোহমেডান। এ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলে চট্টগ্রাম আবাহনীকে হটিয়ে চারে ফিরল শন লেনের দল।

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নের ঘরটা বসুন্ধরার জন্য বরাদ্দ হয়ে গেছে। এখন চলছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকার লড়াই। নির্দিষ্ট করে বললে দুইয়ে থেকে এএফসি কাপের আরেকটি টিকিট নিশ্চিত করার চ্যালেঞ্জ।

এই চ্যালেঞ্জকে সামনে রেখে অচেনা মাঠে চেনা প্রতিপক্ষকে হারিয়ে জয়ের রঙে মেতেছে মোহামেডান।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি।

লিগের প্রথম পর্বেও ব্রাদার্সকে হারিয়েছিল মোহমেডান।

সবশেষ ম্যাচে পুলিশের কাছে হোঁচট খাওয়া সাদা-কালো জার্সিধারীরা মঙ্গলবার জয়ের তাড়নায় মাঠে নামে। ব্রাদার্সের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে দলটি। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে শন লেনের শিষ্যরা।

প্রথম গোলের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় মোহামেডানকে। ম্যাচের ৪১ মিনিটে শাহেদ হোসেন মিয়ার গোলে লিড নেয় তারা। এই এক গোলের স্বস্তি নিয়ে বিরতি থেকে ফিরে ম্যাচের ৮৩ মিনিটে আরেকটি গোলে জয়ের শেষ পেরেকটি ঠুকে দেয় মোহামেডান।

এ ম্যাচের মধ্য দিয়ে লিগে এবার ১০ম জয়ের দেখা পেল মোহামেডান। সঙ্গে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলে চট্টগ্রাম আবাহনীকে হটিয়ে চারে ফিরে শন লেনের দল। অন্যদিকে অবনমনের শঙ্কা আরও জোরদার হলো ব্রাদার্সের। ছয় পয়েন্ট নিয়ে ১২তম।

এ বিভাগের আরো খবর