বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ রাসেলের জালে সাইফের চার গোল

  •    
  • ১০ আগস্ট, ২০২১ ১৮:৩১

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফুল বারী টিটুর দল শেখ রাসেলকে ৪-২ গোলে হারায় সাইফ। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকার লড়াই আরও জমে উঠল। এর আগে লিগের প্রথম পর্বেও শেখ রাসেলকে হারিয়েছিল সাইফ। দ্বিতীয় লেগেও জয় তুলে নিয়েছে দলটি।

স্টুয়ার্ট হল কোচের দায়িত্ব ছাড়ার পর প্রথম অ্যাসাইন্টমেন্টে সফল সাইফের কোচ জুলফিকার মিন্টু। তার দল উড়ন্ত জয় পেয়েছে প্রিমিয়ার লিগে। শীর্ষ চারে ওঠার লড়াইয়ে শেখ রাসেলকে বড় ব্যবধানে হারিয়েছে তার দল সাইফ স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফুল বারী টিটুর দল শেখ রাসেলকে ৪-২ গোলে হারায় সাইফ।

এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকার লড়াই আরও জমে উঠল।

এর আগে লিগের প্রথম পর্বেও শেখ রাসেলকে হারিয়েছিল সাইফ। দ্বিতীয় লেগেও জয় অব্যাহত রেখেছে দলটি।

ম্যাচের নয় মিনিটে রাসেলের ডিফেন্ডার বাবলুর আত্মঘাতী গোলে লিড নেয় সাইফ। পাঁচ মিনিট পরে পেনাল্টি থেকে রাসেলকে সমতায় ফেরান উবে মোনেকে।

প্রথমার্ধে ব্যবধান ৩-১ করে ফেলে সাইফ। ম্যাচের ২৭ মিনিটে ইকেচুকুর গোলে আবারও লিড নেয় সাইফ। ৪০ মিনিটে ওকোলির গোলে ব্যবধান বাড়ায় জামাল ভূঁইয়ারা।

বিরতি থেকে ফিরে ইকেচুকুর আরেকটি গোলে ব্যবধান মুহূর্তেই ৪-১ করে ফেলে সাইফ। এরপর ফেরা কঠিন হয়ে পরে শেখ রাসেলের। ৬৩ মিনিটে মোনেকের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে ব্যর্থ হয় টিটুর বাহিনী।

আর টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে মিন্টুর দল। এ জয়ে শেখ রাসেলকে টপকে ছয়ে উঠে এলো সাইফ। তাদের ঝুলিতে পয়েন্ট ৩২। এক ম্যাচ বেশি খেলে রাসেলের পয়েন্ট ৩০।

এ বিভাগের আরো খবর