বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে স্বাগত জানাতে প্যারিসে সমর্থকের ঢল

  •    
  • ৯ আগস্ট, ২০২১ ২১:৪১

রোববার বিদায়ী প্রেস কনফারেন্সে পিএসজিতে আসার ‘সম্ভাবনার’ কথা বলেন লিওনেল মেসি। প্যারিসে মেসির আসার সময়ও উল্লেখ করে সংবাদ করে ইউরোপের অনেক গণমাধ্যম। আর তাতেই ঢল নেমে আসে প্যারিসের রাস্তায়।

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির অধ্যায় আপাতত তালাবদ্ধ। খবর রটেছে, ফরাসি দল প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এমন খবরে মেসিকে স্বাগত জানাতে এরই মধ্যে প্যারিসে ঢল নেমেছে সমর্থকের।

শহরটির বিমানবন্দর থেকে শুরু করে ক্লাবের গেটের সামনে হাজির হয়েছেন হাজার সমর্থক ও সাংবাদিক।

রোববার বিদায়ী প্রেস কনফারেন্সে পিএসজিতে আসার ‘সম্ভাবনার’ কথা বলেন লিওনেল মেসি। প্যারিসে মেসির আসার সময়ও উল্লেখ করে সংবাদ করেছে ইউরোপের অনেক পত্র-পত্রিকা। তাতেই অপেক্ষা শুরু হয়েছে ভক্তদের।

অবশ্য ক্রীড়া সাংবাদিক ও ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফাব্রিসিও রোমানোর মতে, প্যারিসে নয়, এখনও বার্সেলোনাতে আছেন মেসি।

মঙ্গলবার প্যারিসে মেসিকে ক্লাবের নতুন খেলোয়াড় হিসেবে তুলে ধরা হবে।

দুই মৌসুমে ৫ কোটি ইউরোতে পিএসজির সঙ্গে চুক্তি করতে চলেছেন ছয়বারের ব্যালন ডর জয়ী।

ফ্রান্সের ফুটবলে প্রাধান্য থাকলেও ইউরোপে শ্রেষ্ঠত্বের আশায় দল আরও শক্তিশালী করছে পিএসজি।

এই মৌসুমে তারা দলে টেনেছে সার্হিও রামোস, জানলুইজি ডোনারুম্মা, জর্জিনিয়ো উইনালডাম ও আশরাফ হাকিমির মতো তারকাদের। এর সঙ্গে মেসিকে যোগ করে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড বানাতে চাচ্ছে তারা।

এ বিভাগের আরো খবর