বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানিক ছাড়া ছন্নছাড়া জামাল, চ্যাম্পিয়ন কিংস

  •    
  • ৯ আগস্ট, ২০২১ ১৮:২৪

কিংসের কাছে ২-০ ব্যবধানে হেরেছে শেখ জামাল। এতে কাগজে-কলমে চলতি লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে কিংস। চার ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ শুরুর ঘণ্টা তিনেক আগে দুঃসংবাদ পায় শেখ জামালের ফুটবলাররা। প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন গুরু শফিকুল ইসলাম মানিক। তাকে ছাড়াই বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাড়মেড়ে পারফরম্যান্স করেছে ধানমন্ডির জায়ান্টরা।

কোচ মানিক ছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার কিংসের কাছে ২-০ ব্যবধানে হারে শেখ জামাল।

এতে কাগজে-কলমের হিসাবে চলতি লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে কিংস। চার ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

শেখ জামালকে হারিয়ে টেবিলে কিংসের পয়েন্ট দাঁড়াল ৫৫। দুইয়ে থাকা জামালের পয়েন্ট ৩৯। পরের চার ম্যাচে কিংস কোনো পয়েন্ট না পেলেও একই সঙ্গে টানা চার ম্যাচে জিতলেও এক পয়েন্টে কিংসের থেকে পিছিয়ে থাকবে জামাল।

ম্যাচ জেতার পর চ্যাম্পিয়ন নাম লেখানো জার্সিই পরেই মাঠে উদযাপন করেছে কিংস।

ম্যাচের ২১ মিনিটে ফার্নান্দেজের পাস থেকে রবিনিয়োর গোলে উৎসব শুরু করে কিংস। আর দ্বিতীয়ার্ধে এবার বিশ্বনাথ ঘোষের ক্রস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেজ।

এই দুই গোলেই জয় নিশ্চিতের সঙ্গে লিগের টাইটেলও বগলদাবা করে কিংস।

ফলে পরের মৌসুমে এএফসি কাপের জন্য নিজের নাম সিল করে নিল লিগ চ্যাম্পিয়নরা।

আর এদিকে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার চ্যালেঞ্জ থাকছেই শেখ জামাল, দুই আবাহনী, মোহামেডান ও শেখ রাসেলের। কিংস ছাড়া বাকি পাঁচ দলই ৩০ বা তার বেশি পয়েন্ট ঝুলিতে রেখে সেরা চারের জন্য লড়াই করবে।

এ বিভাগের আরো খবর