বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোপার দুঃখ অলিম্পিকস স্বর্ণে ভুলল ব্রাজিল

  •    
  • ৭ আগস্ট, ২০২১ ২০:২০

স্পেনকে হারিয়ে ফুটবলে স্বর্ণ জিতেছে ব্রাজিল। এই ইভেন্টে টানা দ্বিতীয়বার স্বর্ণ জয়ের স্বাদ পেল হলুদ জার্সিধারীরা।

ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হওয়ার পর অলিম্পিকসের দিকে তাকিয়ে ছিল ব্রাজিল। এই মঞ্চে লাতিন সমর্থকদের হতাশ করেনি সেলেসাওরা।

স্পেনকে হারিয়ে ফুটবলে স্বর্ণ জিতেছে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণ জয়ের স্বাদ পেল হলুদ জার্সিধারীরা।

১৯৯২ সালে ঘরের মাটিতে অলিম্পিকসে সবশেষ স্বর্ণ জেতে স্পেন। আর রানার্স আপ হয় ২০০০ সালের সিডনি আসরে। আর ২০১৬ ঘরের মাঠে অলিম্পিকস আসরে রিওতে অলিম্পিক জেতে ব্রাজিল।

এবারও স্বর্ণ ধরে রাখার মিশনে নেমে সফল হলো দলটি।

দানি আলভেজের ক্রস থেকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের ডেডলক ভাঙে ব্রাজিল। এক গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে স্পেন। কার্লোস সোলারের ক্রস থেকে দারুণ ভলিতে বুলেট গতিতে বল জালে জড়িয়ে স্পেনকে সমতায় ফেরান মিকেল ওয়ারযাবাল।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ চলে যায় এক্সট্রা টাইমে।

এবার বল দখলে এগিয়ে থাকা স্পেনকে চমকে দেয় ব্রাজিল। কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত ক্রস করেন অ্যান্টনি।

ডিফেন্ডারকে হটিয়ে বলটা দখলে নিয়ে গোলকিপারকে বিট করেন বদলি হিসেবে নামা ম্যালকম।

আর ফেরা হয়নি স্পেনের। জয় নিয়ে স্বর্ণ নিশ্চিত করে ব্রাজিল। কোপার দুঃখ তারা ভুলেতেই পারে অলিম্পিকস স্বর্ণ জিতে। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতে মেক্সিকো।

এ বিভাগের আরো খবর