বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের কাছে আটকে গেল মোহামেডান

  •    
  • ৫ আগস্ট, ২০২১ ১৯:৫৭

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশের পুলিশের সঙ্গে ১-১ ড্র করে হোঁচট খেয়েছে শন লেনের বাহিনী।

প্রিমিয়ার লিগে বিরতি শেষে ফিরেই হোঁচট খেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি।

এ ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চার থেকে বেরিয়ে গেল মোহামেডান। চারে উঠে গেল চট্টগ্রাম আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশের পুলিশের সঙ্গে ১-১ গোলে হোঁচট খেয়েছে শন লেনের বাহিনী।

আর টানা তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল পুলিশ।

লিগের প্রথম পর্বে পুলিশকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে নামে মোহামেডান। ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলা মোহামেডান ম্যাচের লিড নিয়ে নেয় শুরুতেই।

ম্যাচের বয়স যখন ১৭ মিনিট তখন জাফর ইকবালের গোলে উল্লাসে মাতে সাদা-কালোরা।

প্রায় মাঝমাঠ থেকে মিডফিল্ডার শাহেদ মিয়ার ডিফেন্সের ওপরে দিকে করা লুপ ক্রসে একাই বল পেয়ে যান জাফর। গোলকিপার হাবিবকে বোকা বানিয়ে মোহামেডানের জার্সিতে নিজের প্রথম গোলটা আদায় করতে ভুল করেননি এই স্থানীয় ফুটবলার।

এক গোলের স্বস্তি নিয়ে বিরতি থেকে ফিরে লিড ধরে রাখতে ব্যর্থ হয় মোহামেডান।

ক্রিস্টিয়ান ইয়াওয়ের গোলে ৮৬ মিনিটে মোহামেডানের জয়ের স্বপ্ন ধুলিস্যাৎ করে দেয় পুলিশ।

এ ড্রয়ে ক্ষতিটা হয়েছে মোহামেডানের। পয়েন্ট টেবিলের শীর্ষ চার থেকে বেরিয়ে গেল তারা। ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে মোহামেডান। আর ১৯ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে পুলিশ।

এ বিভাগের আরো খবর