বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
সভাপতি কাজী সালাহউদ্দিনসহ বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধেও নানা অনিয়ম দুর্নীতি নিয়ে তিনি কথা বলেছেন।
তবে এবার শুধু সমালোচনা নয়, বাফুফের কর্তাব্যক্তিদের রীতিমত ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন।
‘সুমন ফুটবল একাডেমি’র ফেসবুক পেজ থেকে শনিবার সন্ধ্যায় লাইভে আসেন তিনি।
এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক দিয়ে তিনি সিলেট থেকে নিজবাড়ি চুনারুঘাটে ফিরছিলেন। পথে বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামে এসে দেখেন মাঠে একদল কিশোর ফুটবল খেলছে। মাঠটি ছিল কর্দমাক্ত।
ব্যারিস্টার সুমন লাইভে জানান, করোনা মহামারিতে ফুটবলের আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে ফিফা বৃহস্পতিবার চার কোটি ২৫ লাখ টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিয়েছে। এই টাকা বিভিন্ন জায়গায় বণ্টন করে দেয়ার কথা।
তিনি বলেন, ‘কিছু দুর্নীতিবাজের কারণে আমাদের ফুটবল এগুচ্ছে না । তারা বলে আমি নাকি তাদের চোর বলি। আপনারাই বলেন, এরা ফুটবল খেলাটাকে ধ্বংস করছে কী না? সারা দেশের মানুষ সাক্ষ্য দেয়, ফুটবল দুর্নীতিতে ভরে গেছে।’
তিনি আরও বলেন, ‘জায়গায় জায়গায় ফুটবল বিতরণ করেন। না হলে দেশ মাদকে ভরে যাবে। দেশের সব মাঠ দখল হয়ে গেছে। ছেলেরা খেলাধুলা করবে কোথায়?’
পরে তিনি আলমপুর গ্রামের কিশোরদের একটি ফুটবল কিনে দেন।