বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভয়ংকর’ মেক্সিকোকে পেল ব্রাজিল, জাপানের প্রতিপক্ষ স্পেন

  •    
  • ৩১ জুলাই, ২০২১ ২১:১০

শেষ চারে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল, মেক্সিকো, স্পেন ও আয়োজক দেশ জাপান। ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল-মেক্সিকো আগামী ৩ আগস্ট মুখোমুখি হবে। একইদিনে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে জাপান ও স্পেন।

টোকিও অলিম্পিকসের ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল নিশ্চিত করেছে চার দল। শেষ চারে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল, মেক্সিকো, স্পেন ও আয়োজক দেশ জাপান।

প্রথম ম্যাচে মিশরকে হারিয়ে টানা দুই অলিম্পিকের সেমিতে পৌঁছে গেল ব্রাজিল। ডগলাস ‍লুইজের একমাত্র গোলে মিসরকে হারায় সেলেসাওরা।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৬-৩ গোলে উড়িয়ে দেয় মেক্সিকো। মার্টিন ও কর্দোভার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোলে করেন লুইস রোমো ও এদুয়ার্দো আগুইর।কোরিয়ার তিন গোলের দুটি আসে ডং-কিয়ং লির কাছ থেকে। বাকিটি উজো হুয়াং কাছ থেকে।

এই দুই ম্যাচজয়ী ব্রাজিল ও মেক্সিকো আগামী ৩ আগস্ট মুখোমুখি হবে সেমি ফাইনালের ম্যাচে।

দিনের অন্য দুই কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে স্পেন ও জাপান।

কোট দে ভোয়াকে ৫-২ গোলে হারায় স্পেন। হ্যাটট্রিক করেন স্পেনের সেন্টার ফরোয়ার্ড রাফা মির।

নির্ধারিত ম্যাচে ২-২ থাকার পর অতিরিক্ত সময়ে আরও তিন গোল দিয়ে জয় নিয়ে সেমি নিশ্চিত করে স্পেন।

দ্বিতীয় সেমিতে স্পেনকে পেয়েছে আয়োজক জাপান। নিউজিল্যান্ডের সঙ্গে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করেছে জাপান।

৩ আগস্ট দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে জাপান ও স্পেন।

এ বিভাগের আরো খবর