বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৬ বছরেই চলে গেলেন আয়াক্সের নোয়াহ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ জুলাই, ২০২১ ১৫:৫৯

নোয়াহর স্মৃতিতে আয়াক্স শনিবার সকালে তাদের সবগুলো দলের অনুশীলন সেশনের আগে এক মিনিটের নীরবতা পালন করে।

আয়াক্স আমস্টার্ডামের যুব দলের খেলোয়াড় নোয়াহ গেসের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে এক বিবৃতিতে আয়াক্স তাদের এই ভবিষ্যত তারকার নিহত হওয়ার খবর নিশ্চিত করে।

শুক্রবার বিকেলে নেদারল্যান্ডসের আইসেলস্টিন শহরে বড় ভাইয়ের সংগে গাড়িতে ছিলেন নোয়াহ। তাদের বহনকারী গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে নিহত হন ১৬ বছর বয়সী এই উঠতি ফুটবলার ও তার ১৮ বছরের সহোদর।

নোয়াহর স্মৃতিতে আয়াক্স শনিবার সকালে তাদের সবগুলো দলের অনুশীলন সেশনের আগে এক মিনিটের নীরবতা পালন করে।বিবৃতিতে আরও জানানো হয়,‘আয়াক্স তার মৃত্যুতে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন ক্লাব। নোয়াহর স্মৃতিতে আয়াক্স ওয়ান ও ইয়ং আয়াক্সের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয় ও খেলোয়াড়রা কালো ব্যাজ পরে খেলেন।’

২০১৮ সালে আয়াক্সের অ্যাকাডেমিতে যোগ দেন নোয়াহ। দুই বছর পর ২০২০ সালে নেদারল্যান্ডসের অন্যতম শীর্ষ ক্লাবটির যুব দলে সুযোগ পান তিনি।

সামনের মৌসুমে ক্লাবটির যুব দলের অন্যতম তারকা ভাবা হচ্ছিল তাকে।

এ বিভাগের আরো খবর