বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিলের জয়ের দিনে বাদ আর্জেন্টিনা, কোয়ার্টারে স্পেন

  •    
  • ২৮ জুলাই, ২০২১ ১৯:৪৩

১-১ ড্রয়ে শেষ আট নিশ্চিত করল স্পেন। গ্রুপ-সি থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। গ্রুপ থেকে গোলের হিসেবে কোয়ার্টার নিশ্চিত করেছে মিশর।

টোকিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। স্পেনকে হারালেই নিশ্চিতভাবে কোয়ার্টার ফাইনালে যেত আলবেসিলেস্তেরা। আকাশি-নীলরা ড্র করেছে স্পেনের সঙ্গে। এতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

জাপানের সাইতামা স্টেডিয়ামে বুধবার ১-১ ব্যবধানে ম্যাচটি ড্রয়ে শেষ হয়।

এ ড্রয়ে শেষ আট নিশ্চিত করল স্পেন। গ্রুপ-সি থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। তাদের বিদায়ের দিনে এই গ্রুপ থেকে গোলের হিসেবে কোয়ার্টার নিশ্চিত করেছে মিশর।

গত ইউরোতে দুর্দান্ত পারফর্ম করা পেদ্রি, দানি ওলমো, মারকো আসেনসিওদের নিয়ে গড়া স্পেন এই ম্যাচে আধিপত্য নিয়ে খেলেছে তারকাহীন আর্জেন্টিনার বিপক্ষে।

প্রথমার্ধ পর্যন্ত স্পেনকে আটকে রাখে আর্জেন্টিনা।

বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটের ম্যাচের ডেডলক ভাঙে স্পেন। আসেনসিওর বাড়িয়ে দেয়া বলটা ডি-বক্সের বাম প্রান্ত থেকে ওলমো ঠেলে দেন মাঝখানে। জটলার ভেতর থেকে ওয়ান টাচে জালে জড়ান মিকেল মেরিনো।

এক গোলে পিছিয়ে থেকে ম্যাচের পরিস্থিতি বাইরে চলে যায় আর্জেন্টিনার। দরকার ছিল জয়। ৮৭ মিনিটে টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে দলটি।

তবে এই গোল যথেষ্ট ছিল না আর্জেন্টিনার জন্য। ড্র করায় মিশরের সঙ্গে একই পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে পড়ে বিদায় নিতে আর্জেন্টিনাকে।

লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল যখন জয় দিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে তখন গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে।

এ বিভাগের আরো খবর