স্পেন ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন রাফায়েল ভারান। ঠিক উল্টোটা এরিক লামেলার ক্ষেত্রে। ইংল্যান্ড থেকে স্পেনে চলে যাচ্ছেন এই আর্জেন্টাইন।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে প্রায় ১০ বছর কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার ভারান।
লস ব্লাঙ্কোদের সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। ইউনাইটেড আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছেন ৪ কোটি ১০ লাখ ইউরোতে ম্যানচেস্টারের লাল দলে যাচ্ছেন ভারান। সামনের সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ওলে গানার শোলস্কায়ারের ক্লাব।
এরমধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে এক দশকের সম্পর্ক চুকাচ্ছে ভারান। ক্লাবের হয়ে তিনটি লা লিগার টাইটেলের পাশাপাশি চারবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন এই ডিফেন্ডার। এ ছাড়া ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি।
টটেনহ্যামের মিডফিল্ডার এরিক লামেলা ইংল্যান্ড থেকে স্পেনে পাড়ি জমাচ্ছেন। স্প্যানিশ দল সেভিয়াতে যোগ দিচ্ছেন তিনি।
সেভিয়ার ব্রায়ান গিলকে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম। চুক্তিতে লামেলার দেয়ার পাশাপাশি গিলের জন্য ২৫ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে ইংলিশ ক্লাবটি।
এর মধ্য দিয়ে স্পার্সের সঙ্গে আট বছরের সম্পর্ক শেষ হচ্ছে লামেলার। ২০১৩ সালে টটেনহ্যামে যোগ দিয়ে সবমিলে ২৫৭টি ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন।
তাকে শুভেচ্ছা জানিয়ে স্পার্স জানায়, ‘ভেতরে ও বাইরে পুরোটা জুড়ে ক্লাবম্যান এরিককে ভবিষ্যতের জন্য শুভকামনা।’