দেশের ফুটবলে শৃঙ্খলাভঙ্গের কারণে ঢাকা আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি।
রোববার বিকেলে এক বিবৃতির মাধ্যমে জরিমানার সিদ্ধান্তগুলো জানায় বাফুফে। গত ১৯ জুলাই একটি জুম মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় ফেডারেশন।
বিবৃতিতে জানানো হয়, ১৭ জুন অনুষ্ঠিত ঢাকা ডার্বিতে ঢাকা মোহামেডান ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য শফিউল ইসলাম এমপি প্রায় ৪০ জন সমর্থকসহ ফেডারেশনের কোভিট প্রটোকল ভেঙে দর্শক নিয়ে ১নং গেইট দিয়ে গ্যালারিতে প্রবেশ করেন।
প্রবেশ করার সময় দায়িত্বরত গার্ডকে তারা আঘাতও করেন। এরপর একই গেইট দিয়ে আবাহনীর কিছু দর্শকও প্রবেশ করেন। এতে বাফুফে ডিসিপ্লিনের ধারা ৭০ অনুযায়ী মোহামেডান ক্লাবকে ৫০ হাজার টাকা ও আবাহনী ক্লাবকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ফেডারেশন।
এরপর ৩০ জুন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ঢাকা মোহামেডান দলের খেলোয়াড় হাবিবুর রহমান বিপু ও ফরহাদ মনা নিজ দলের দুজন বলবয় সহ রেফারির একটি সিদ্ধান্তের বিরুদ্ধে সহকারী রেফারির দিকে তেড়ে যান এবং গালিগালাজ করেন।
এতে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি উক্ত দুই খেলোয়াড়কে ভবিষ্যতের জন্য সতর্ক করেছে এবং দুই বল বয়কে নিজ দলের আগামী চার ম্যাচের জন্য বহিষ্কার করেছে। এছাড়া মোহামেডান ক্লাবকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে।
বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসি’র মধ্যকার ১৩ জুলাইয়ের নারী ফুটবল লিগের খেলায় বসুন্ধরা কিংস পুরুষ দলের প্রধান কোচ অস্কার ব্রুজন খেলার আগে ও মধ্য বিরতিতে অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়া মাঠে প্রবেশ করায় কোচকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে।