বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জার্মানিকে উড়িয়ে অলিম্পিকসে দারুণ শুরু ব্রাজিলের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ জুলাই, ২০২১ ১৯:২৫

টোকিওর ইয়োকোহামা স্টেডিয়ামের ম্যাচে জার্মানিকে কোনো পাত্তাই দেয়নি ব্রাজিলের অলিম্পিকস দল। জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। হ্যাটট্রিক করেন রিচার্লিসন।

টোকিও অলিম্পিকসের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে বুধবার। টুর্নামেন্টের দুই অন্যতম ফেভারিট জার্মানি ও ব্রাজিল মুখোমুখি হয় একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার।টোকিওর ইয়োকোহামা স্টেডিয়ামের ম্যাচে জার্মানিকে কোনো পাত্তাই দেয়নি ব্রাজিলের অলিম্পিকস দল। জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। হ্যাটট্রিক করেন রিচার্লিসন।

গ্রুপ ডি-এর ম্যাচে অভিজ্ঞ দানি আলভেস, রিচার্লিসন ও ডগলাস লুইসকে নিয়ে নামে ব্রাজিল।

শুরুতেই এগিয়ে যায় গতবারের অলিম্পিকের স্বর্ণজয়ীরা। এভারটনের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন ৭ মিনিটে স্কোর করেন দলের হয়ে।

মিনিট পনের পর আবারও স্কোরশিটে নাম ওঠান রিচার্লিসন। গেলার্মে আরানার বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই তিনি।

হ্যাটট্রিক পূরণ করতে বেশি সময় নেননি তিনি। ৩০ মিনিটে নিজের ও দলের তৃতীয় গোল করেন রিচার্লিসন। এবারে তার বলের যোগানদাতা ছিলেন মাথেয়াস কুনিয়া।

ওই গোলেই ম্যাচ ভাগ্য নির্ধারিত হয়ে গেলেও জার্মানদের ওপর থেকে চাপ কমায়নি সেলেকাওরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি পায় ব্রাজিল। তবে সেটা থেকে ব্যবধান ৪-০ করতে পারেননি কুনিয়া।

বিরতির পর কামব্যাক করার চেষ্টা করে জার্মানি। ৫৭ মিনিটে এক গোল শোধ করে জার্মানরা। নাদিম আমিরির স্ট্রাইকে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

৮৩ মিনিটে রাগনার আকের গোলে ম্যাচ জমিয়ে তোলে জার্মানি। ডাভিড রাউমের অ্যাসিস্টে গোল ব্যবধান ৩-২ করে দেন তিনি।

তবে একেবারে শেষ মুহূর্তে পওলিনিয়োর গোলে বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের। ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অলিম্পিক চ্যাম্পিয়নরা।

রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে কোট ডে ভোয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দিনের অন্য খেলায়, গ্রুপ সি-এর ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।

এ বিভাগের আরো খবর