প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ঢাকা আবাহনীর কাছে বিধ্বস্ত হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। লিগের দ্বিতীয় পর্বে একেবারে উল্টো দৃশ্য দেখল দেশের ফুটবল সমর্থকরা।
এবার টানা আট ম্যাচে জয়ের দেখা না পাওয়া মুক্তিযোদ্ধার কাছে গোলবানে বিধ্বস্ত হলো দেশের বিপিএল ইতিহাসের সর্বোচ্চ শিরোপাধারীরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার আবাহনীকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা। শেখ জামাল-আরামবাগ ম্যাচের পর লিগে দ্বিতীয় অঘটন দেখল প্রিমিয়ার লিগ।
এ জয়ে লিগের তৃতীয়বার পূর্ণ তিন পয়েন্টের স্বাদ পেল মুক্তিযোদ্ধা। আর দ্বিতীয় হার দেখল ঢাকা আবাহনী। এ ম্যাচে জোড়া গোল করেছেন বাল্লো ফামৌসা। নিপু ও ডিকো একটি করে গোল করেন।
আর আবাহনীর হয়ে দুটি গোল আসে সানডে চিজোবা ও ফয়সাল আহমেদ শীতলের কাছ থেকে।
অবনমন শঙ্কা থেকে প্রায় নিরাপদ জোনে ঢুকে পড়েছে মুক্তিযোদ্ধা। ছবি:বাফুফে
মুক্তিযোদ্ধা সবশেষ জয় পেয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশ পুলিশকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছিল তারা। এর আগে আরামবাগকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল মুক্তিযোদ্ধা।
এ জয়ে লিগে অবনমন শঙ্কা থেকে প্রায় নিরাপদ জোনে ঢুকে পড়েছে মুক্তিযোদ্ধা। ১৭ ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট ১৪। আর লিগে নিজেদের দ্বিতীয় হারে ৩৬ পয়েন্ট নিয়ে এখনও দুইয়ে অবস্থান করছে আবাহনী। তবে দুই ম্যাচ কম খেলে মাত্র এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল।