শেষ ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণ সামনে রেখে লক্ষ্য পূরণ করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে অগ্রণী ব্যাংকের সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপা নিশ্চিত করে দলটি।
এ জয়ে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রথমবার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করল স্বাধীনতা ক্রীড়া সংঘ।
এবার ২২ ম্যাচে তাদের অর্জন সর্বোচ্চ ৪৫ পয়েন্ট।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল স্বাধীনতা সংঘকে পুরস্কার তুলে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত চিলেন, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, মহিদুর রহমান মিরাজ ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
দিনের শেষ ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৮-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফোর্টিজ ফুটবল ক্লাব। ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে লিগ শেষ করেছে দলটি।