বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোপা ট্রফি নিয়েও বিশ্ব রেকর্ড মেসির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ জুলাই, ২০২১ ১১:৩৩

১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত ছবিটি দেখে লাইক দিয়েছেন ২ কোটি ৬২ হাজারেরও বেশি ভক্ত। মেসির এই ছবিটিই এখন সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি লাইক করা স্পোর্টস পোস্ট।

২৮ বছর পর আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ট্রফি জিতিয়েছেন ঠিক এক সপ্তাহ আগে। ঘুচিয়েছেন নিজের ট্রফি ক্যাবিনেটে একটি আন্তর্জাতিক শিরোপার শূন্যতা।লিওনেল মেসির আর্জেন্টিনা ব্রাজিলকে মারাকানায় ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়েছে গত রোববার।সেই আনন্দে এখনও যেন ভাসছে আর্জেন্টিনা ও মেসি ভক্তরা। তবে কোপা আমেরিকা জেতার ৭ দিন পর নতুন একটা বিশ্ব রেকর্ড গড়েছেন আলবিসেলেস্তের নাম্বার টেন।ফাইনাল জেতার পর নিজের অফিশিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কোপা আমেরিকার ট্রফিসহ নিজের একটি ছবি পোস্ট করেন মেসি।সেই ছবিতেই হয়েছে বিশ্ব রেকর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশিবার লাইক করা ক্রীড়া বিষয়ক ছবি বনে গেছে মেসি ও কোপা ট্রফির ছবিটি।১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত ছবিটি দেখে লাইক দিয়েছেন ২ কোটি ৬২ হাজারেরও বেশি ভক্ত। মেসির এই ছবিটিই এখন সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি লাইক করা স্পোর্টস ফটো।

মজার ব্যাপার হলো মেসির এই ছবিটি যার রেকর্ড ভেঙ্গেছে তিনি মাঠে গত ১৫ বছর মেসির প্রবলতম প্রতিদ্বন্দ্বি। ক্রিস্টিয়ানো রোনালডো।গত বছরের ২৫ নভেম্বর ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা মারা যাবার পর, নিজের সঙ্গে ম্যারাডোনার একটি ছবি পোস্ট করেন রোনালডো।ইন্সটাগ্রামে তার ওই ছবিটিকে লাইক করা হয়েছিল ১ কোটি ৯৮ লাখ বারের বেশি। এতদিন ওই পোস্টটিই ছিল সবচেয়ে বেশি পছন্দ করা।

রোনালডোর সঙ্গে ম্যারাডোনার ছবিটি ছিল আগের বিশ্ব রেকর্ডধারী। ছবি: ইনস্টাগ্রাম

মেসির কোপার ট্রফি সহ ছবিটি ছাড়িয়ে গেছে রোনালডোরটিকে।তবে ফলোয়ারের দিক থেকে এখনও মেসির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রোনালডো। ইনস্টাগ্রামে পর্তুগিজ মেগাস্টারের ভক্তসংখ্যা ৩১ কোটি ৫০ লাখ।মেসির ফলোয়ার সংখ্যা ২৩ কোটি ৩০ লাখ।

এ বিভাগের আরো খবর