বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোপা আমেরিকার সেরা একাদশে নেই দি মারিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুলাই, ২০২১ ১২:২৯

টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়দের আধিক্য একাদশে। আর্জেন্টিনার চারজন ও ব্রাজিলের তিনজন সুযোগ পেয়েছেন সেরা দলে।

মাত্র শেষ হওয়া কোপা আমেরিকা টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছেন দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশন (কনমেবোল)। একাদশে আছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র।

টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়দের আধিক্য একাদশে। আর্জেন্টিনার চারজন ও ব্রাজিলের তিনজন সুযোগ পেয়েছেন সেরা দলে।

গোলবার আগলাবেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস। দারুণ পারফর্মেন্স করে টুর্নামেন্টের সেরা গোলকিপারের গোল্ডেন গ্লাভস জিতেছেন এই শট স্টপার।

ডিফেন্সের চারজন চার দেশের। লেফট ব্যাকে ইকুয়েডরের পারভিস এসতুপিনিয়ান, দুই সেন্টার ব্যাক ব্রাজিলের মার্কিনিয়োস ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো আর রাইট ব্যাক চিলির মরিসিও ইসলা।

তিনজের মিডফিল্ডে হোল্ডিং পজিশনে আছেন ব্রাজিলের কাসেমিরো। রাইট মিডফিল্ডার আর্জেন্টিনার রদ্রিগো দে পল আর লেফট মিডিফিল্ডার পেরুর জোশিমার জতুন।

আক্রমণেও তিনজন। বাম প্রান্তে কলম্বিয়ার লুইস দিয়াস, মাঝে নেইমার আর ডানে মেসি।

চমকপ্রদ ভাবে বাদ পড়েছেন ফাইনালের সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া।

আর দক্ষিণ আমেরিকার হেভিওয়েট উরুগুয়ে থেকে সুযোগ পাননি কেউই। লুইস সুয়ারেস ও এদিনসন কাভানিরা বাদ পড়েন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে।

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ট্রফির স্বাদ পায় লিওনেল মেসির আর্জেন্টিনা।

এ বিভাগের আরো খবর