বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলোচনায় ‘ম্যারাডোনা কাপ’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুলাই, ২০২১ ১০:৫৯

আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক পত্রিকা ওলে জানিয়েছে, এমন একটা টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে যেটির নাম হবে ‘ম্যারাডোনা কাপ’।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। আর ক্যারিয়ারের তুঙ্গ স্পর্শ করেছিলেন ইতালির সেরি আর ক্লাব নাপোলিতে খেলে।আর্জেন্টিনা ও ইতালি দুই দেশেই তিনি ছিলেন ফুটবল আইকন। দুই দেশের ফুটবল ফেডারেশন মিলে প্রয়াত ফুটবল ঈশ্বরের স্মৃতিতে বিশেষ এক টুর্নামেন্ট আয়োজন করতে চায়।স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, দুই দেশই একটা এক ম্যাচের বিশেষ টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা সেটা নিয়ে ভাবছে।এই প্রস্তাবনা উঠে এসেছে আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ায় আর ইউরো শিরোপা ইতালি ঘরে নেওয়ায়।২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন মহাদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা ফিফা ফেডারেশন কাপে মুখোমুখি হতেন একে অপরের। তবে ২০১৭ সালে রাশিয়ার আসরের পর টুর্নামেন্টটি বাতিল করে দেয়।ফুটবল ভক্ত ও দুই দেশের ফুটবল সম্পর্কের কথা ভেবে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রস্তাবনাটি নিয়ে ভেবে দেখছে।আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক পত্রিকা ওলে জানিয়েছে, এমন একটা টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে যেটির নাম হবে ‘ম্যারাডোনা কাপ’।যেটির সর্বোচ্চ দুটি ম্যাচ হতে পারে। একটি বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ও আরেকটি নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে। দুটিই ম্যারাডোনার ক্লাবের স্টেডিয়ামে।বোম্বোনেরা বোকা জুনিয়র্সের মাঠ আর নাপোলি নিজেদের স্টেডিয়ামের নাম ক্লাবের সবচেয়ে বিখ্যাত তারকার নামে রাখে গত বছর ২৫ নভেম্বর তার মৃত্যুর পর।এই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে কাতার বিশ্বকাপের আগে। ২০২২ সালের জানুয়ারি বা জুনে। তবে পুরো বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়ে আছে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কোনো পক্ষ থেকেই।ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ট্রফির স্বাদ পায় লিওনেল মেসির আর্জেন্টিনা আর ইংল্যান্ডকে ফাইনালে পেনাল্টি শুট আউটে হারিয়ে ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে নেয় ইতালি।

এ বিভাগের আরো খবর