কোপা আমেরিকায় শিরোপা জেতার পর আনন্দে ভাসছে পুরো আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানায় আলবিসেলেস্তের জয়ের খবর মুহূর্তে ছড়িয়ে গেছে সারা বিশ্বে।
তারকারা একে অপরকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছে কাছের মানুষ ও প্রিয়জনদের। ম্যাচ শেষে ট্রফি সেলেব্রেশনের পর মাঠে বসেই স্ত্রীকে ভিডিও কল করেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার অধিনায়ক দলের সঙ্গে ক্যাম্পে ছিলেন। করোনাভাইরাস মহামারির কারণে পুরো ৪০ দিন থাকতে হয়েছে আইসোলেশনে। সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন প্রায় এক মাস।
জয়ের আনন্দ ভাগ করে নিতে বুয়েনোস আইরেসে থাকা স্ত্রী আন্তোনেয়া রোকুৎসো ও সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মেসি।
মাঠে বসেই আর্জেন্টিনার মহাতারকাকে ভিডিও কল করতে দেখা যায়। টিভি ক্যামেরায় আরও দেখা যায় স্ত্রী ও সন্তানকে তিনি উইনার্স মেডেল দেখাচ্ছেন।
ম্যাচ জেতার পর মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রফিসহ নিজের ছবি পোস্ট করেছেন। ছবিতে ট্রফির সঙ্গে দেখা যাচ্ছে মেসিকে। ক্যাপশনে লিখেছেন, ‘কী দারুণ পাগলাটে আনন্দ। ঈশ্বরকে ধন্যবাদ এই অসাধারণ মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’
আরেকটি ছবি মেসি তুলেছেন টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার পাওয়া এমিলিয়ানো মার্তিনেসের সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি একটা বিস্ট! সেরার পুরস্কার তোমারই প্রাপ্য।’
দলের ক্যাম্পে এক মাসেরও বেশি সময় থাকার পর মেসিরা ছুটি পাচ্ছেন। যার যার বাড়িতে চলে যাচ্ছেন তারকারা। এরপর মেসি ফিরবেন বার্সেলোনায়।
ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সারবেন বার্সেলোনার ফ্রি এজেন্ট মেসি।