দীর্ঘ ১৬ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে অবশেষে নতুন জার্সিতে দেখা যাবে সার্হিও রামোসকে। স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। যোগ দিয়েছেন ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)।
বৃহস্পতিবার ফ্রান্সের দলটি এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। একই সময়ে জার্সি পড়ে নতুন ক্লাবের যোগদান সম্পন্নের বিষয়টি জানিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোসও।
টুইটারে পিএসজি লেখে, ‘সার্হিও রামোসের আগমনে পিএসজি আনন্দিত। দুই বছরের চুক্তিতে রামোস দলে যোগ দিয়েছেন। চুক্তি হয়েছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত।’
ফ্রি ট্রান্সফারে রামোসকে পেল ফ্রান্সের ক্লাবটি। ইতোমধ্যে ক্লাবের হয়ে জার্সি উন্মোচন করেছেন রামোস। পড়বেন চার নম্বর জার্সি। দি মারিয়া-নেইমার-এমবাপেদের সঙ্গে নতুন যাত্রা শুরু হচ্ছে রামোসের।
পিএসজিতে নতুন যাত্রা নিয়ে রামোস লেখেন, ‘স্বপ্ন দেখার সবচেয়ে ভালো জায়গা, জেতার জন্য সেরা ক্লাব। আমরা শিরোপার জন্য আমাদের যা কিছু আছে তা নিয়ে লড়াই করতে যাচ্ছি।’
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন সেন্টার ব্যাক রামোস। তারপর থেকে রিয়ালের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন তিনি।
১৬ মৌসুমে তার জেতা অসংখ্য ট্রফির মধ্যে রয়েছে চারটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি লিগ শিরোপা ও দুটি কোপা দেল রে।
লস ব্লাঙ্কোসের হয়ে ৬৭১টি ম্যাচ খেলেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। ডিফেন্ডার হয়েও করেছেন ১০১টি গোল ও ৪০টি অ্যাসিস্ট। এবার দেড় দশকের বেশি সময় পর নতুন রূপে দেখা যাবে রামোসকে।