বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাইনালের আগের ‘ফাইনালে’ মুখোমুখি ইতালি-স্পেন

  •    
  • ৬ জুলাই, ২০২১ ১৩:১৮

মঙ্গলবার রাত ১টায় শুরু হচ্ছে ইতালি-স্পেনের সেমিফাইনাল। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে নয়বার দেখা হয়েছে ইতালি ও স্পেনের। এর মধ্যে চারবার জিতেছে ইতালি। স্পেন জিতেছে একবার। বাকি চার ম্যাচ ড্র হয়েছে।

এটাই হতে পারত ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের ফাইনাল। একদিকে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষনীয় ফুটবল খেলা রবার্তো মানচিনির ইতালি, অপরদিকে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে টেকনিক্যালি নিঁখুত দল লুইস এনরিকের স্পেন।বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে নয়বার দেখা হয়েছে ইতালি ও স্পেনের। এর মধ্যে চারবার জিতেছে ইতালি। স্পেন জিতেছে একবার। বাকি চার ম্যাচ ড্র হয়েছে।এর মধ্যে ১৯৯৪ সালের বিশ্বকাপ নকআউট ম্যাচ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কারণ ইতালিয়ানদের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ার ওই ম্যাচে খেলেছিলেন লুইস এনরিকে। ইতালিয়ান ডিফেন্ডার মাউরো তাসোত্তির আঘাতে নাক ফেটে যায় তার।২৭ বছর আগের সেই স্মৃতি কি মনে রেখেছেন এনরিকে? ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এড়িয়ে গেলেন সেই প্রশ্ন। জানালেন তার মাথায় এখন শুধুই সেমিফাইনাল।তিনি বলেন, ‘এটা বোকার মতো কথা হবে যদি এখন বলি সেমিফাইনাল ছাড়া অন্য কিছু ভাবছি, বা আরেক ধাপ এগিয়ে যাওয়ার চিন্তা ছাড়া আমাদের মাথায় অন্য কিছু ঘুরছে। আমাদের সামনে লক্ষ্য একটাই।’টুর্নামেন্টের শুরুর আগে তোপের মুখে পড়েন এনরিকে। রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে না নিয়ে ইতিহাসে প্রথমবার বড় টুর্নামেন্ট খেলতে নামে স্পেন। যে কারণে মাদ্রিদের প্রেস একরকম ধুয়ে ফেলে স্প্যানিশ হেড কোচকে।আলভারো মোরাতার অফফর্ম ও গোলকিপার উনাই সিমোনের বাজে মিস নিয়েও কম কথা শোনেননি এনরিকে। টুর্নামেন্টেই একে একে সব প্রশ্নের জবাব দিয়ে গেছেন এনরিকে ও তার শিষ্যরা।

সেমিফাইনালের আগে দলের অনুশীলনে স্পেনের কোচ লুইস এনরিকে। ছবি: এএফপি

পোল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন মোরাতা। আর সিমোন কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ঠেকান দুটো শট। সবমিলিয়ে এনরিকের স্পেন হয়ে উঠেছে ক্ষুরধার ও অদম্য।এনরিকে এখন আর কাপ ছাড়া ফিরতে চাননা। দলের চতুর্থ ইউরো জেতায় আত্মবিশ্বাসী বার্সেলোনার সাবেক এই হেড কোচ।বলেন, ‘সবসময় বলে এসেছি ইউরো জেতার জন্য ফেভারিট আট দলের মধ্যে আমরা একটা। আর এখন সেরা চার দলের মধ্যে চলে এসেছি।’কাজটা মোটেও সহজ হচ্ছে না এনরিকের ‘ফুরিয়া রোহা’দের জন্য। কারণ তাদের সামনে এমন একটা দল যারা বোদ্ধাদের হিসেব পালটে দিয়েছে এবারের আসরে।গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর বিশেষজ্ঞদের ধারণা ছিল ইতালিয়ান ফুটবলের ঘুরে দাঁড়াতে অন্তত দশ বছর লাগবে। আড়াই বছরে সেটা করে দেখিয়েছেন রবার্তো মানচিনি।বিশ্ব ফুটবলে ইতালি নিজেদের হারানো সম্মান শুধু ফিরেই পায়নি, রীতিমতো ঈর্ষণীয় রেকর্ডের জন্ম দিয়ে উঠে এসেছে ইউরোর সেমিফাইনালে। টানা ৩২ ম্যাচ অপরাজিত আৎসুরিরা।এবারের ইউরোতে ইতালি একমাত্র দল যারা সবগুলো ম্যাচে জিতেছে। টুর্নামেন্টে খেলা ৫ ম্যাচে ১১ গোল করেছে তারা। আর হজম করেছে মাত্র দুটি। সবমিলিয়ে বর্তমানে ইউরোপের সেরা দল মানচিনির ইতালি।

স্পেনের বিপক্ষে নামার আগে ইতালি দলের অনুশীলনে রবার্তো মানচিনি। ছবি: এএফপি

নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী দলটি। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি জানালেন, সেমিতেও নিজেদের খেলার স্টাইল বদলাবে না ইতালি।

তিনি বলেন, ‘আমরা আগের ৩২টি ম্যাচ যেভাবে খেলে এসেছি তেমনটা খেললেই একটা ভালো ফল আসবে। ওয়েম্বলির মতো ঐতিহ্যের একটা জায়গায় শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, এ বিষয়টিই আমাদের উজ্জীবিত করছে। কয়েকদিনের ব্যবধানেই আমাদের পক্ষে ফাইনাল খেলা সম্ভব।’মঙ্গলবার রাত ১টায় শুরু হচ্ছে ইতালি-স্পেনের সেমিফাইনাল।ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচের জন্য দর্শকদের ঢোকার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ফলে ৬০ হাজার ভক্ত উপভোগ করতে পারবেন ম্যাচটি।

এ বিভাগের আরো খবর