বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রয়োজন ফুরানোদের বেচে দিচ্ছে বার্সেলোনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জুলাই, ২০২১ ১৩:০৪

বার্সেলোনা নতুন মৌসুমের আগেই স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে চাইছে অপ্রয়োজনীয় খেলোয়াড়দের। তাদের তালিকায় আছে ফিলিপে কোতিনিয়ো, মিরালেম পিয়ানিচ ও সামুয়েল উমতিতির নাম।

নতুন মৌসুমে লা লিগার ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র খাঁড়ায় পড়েছে বার্সেলোনা। স্প্যানিশ সর্বোচ্চ লিগের নিয়ম অনুযায়ী ক্লাব ভেদে আয়ের ১০-১৫ শতাংশের বেশি খেলোয়াড় ও স্টাফদের বেতনে খরচ করতে পারবে না ক্লাবগুলো।যে কারণে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় ক্লাবগুলো। করোনাভাইরাস মহামারিতে দুই ক্লাব প্রায় ১ বিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে তহবিল জোগাড় করলেও, আগের মৌসুমে ভারী লোকসানের কারণে খেলোয়াড় কেনা-বেচা ও পারিশ্রমিকে ইচ্ছেমতো খরচ করতে পারছে না তারা।সে জন্যে বার্সেলোনা নতুন মৌসুমের আগেই স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে চাইছে অপ্রয়োজনীয় খেলোয়াড়দের। তাদের তালিকায় আছে ফিলিপে কোতিনিয়ো, মিরালেম পিয়ানিচ ও সামুয়েল উমতিতির নাম।২০১৮ সালে ক্লাব রেকর্ড ১৪ কোটি ৫০ ইউরোতে লিভারপুল থেকে বার্সেলোনায় আসা কোতিনিয়ো ইনজুরি ও ফর্মহীনতায় ভুগেছেন টানা তিন বছর। বিশেষ করে প্লে-মেকারের ভূমিকা থেকে উইঙ্গারের ভূমিকায় খেলানোতে কার্যকারিতা হারান তিনি।এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এবারে বিক্রির তালিকায় তুলেছে বার্সা। ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ক্লাব এভারটন, টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল আছে তার ক্রেতার তালিকায়।কোতিনিয়োকে বার্সা বিক্রি করতে চাইছে অনেক কম দামে ৩ কোটি ইউরো আর সঙ্গে একজন খেলোয়াড়। ব্রাজিলিয়ানকে বিক্রির জন্য এটাই চাওয়া কাতালানদের।বার্সায় এসে ব্রাত্য হয়ে পড়া আরেক মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সা জানিয়ে দিয়েছে এই ৩১ বছর বয়সী বসনিয়ানকে নিতে হলে ন্যূনতম ৪ কোটি ইউরো ও এক বা একাধিক খেলোয়াড় দিতে হবে তাদের।ডিফেন্ডার সামুয়েল উমতিতিকেও ছেড়ে দিতে চাচ্ছে বার্সেলোনা। ফ্রেঞ্চ এই ডিফেন্ডার গত দুই মৌসুমে ক্লাবের অন্যতম সেরা তারকা থেকে ইনজুরি ও অফফর্মের কারণে একাদশে বাইরে ছিটকে গেছেন।তাকে দলে ভেড়ানোর তালিকায় আছে ইউভেন্তাস, ইন্টার মিলান ও ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই।খেলোয়াড়দের ক্লাব ছাড়তে বাধ্য করলে তাদের চুক্তির পুরো টাকা দিয়ে বিদায় দিতে হবে বার্সেলোনাকে। উমতিতির চুক্তি ফুরাতে বাকি দুই বছর, কোতিনিয়োর এক বছর আর পিয়ানিচের বাকি আছে তিন বছর।অর্থাৎ বার্সেলোনা তাদের জোর করে বিদায় করে চাইলে তিন তারকাকে বাকি বছরগুলোর পুরো পারিশ্রমিকই মিটিয়ে দিতে হবে। যে কারণে বার্সা বোর্ড তাদের সঙ্গে আলোচনা করে একটা প্যাকেজ ডিল দিতে চাচ্ছে।যেখানে তাদের স্বেচ্ছায় ক্লাব ছাড়তে দেয়া হবে ও পারিশ্রমিকের কিছু অংশ কেটে রাখা হবে।

এ বিভাগের আরো খবর