বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইমোবিলের ‘অভিনয়’ কাঁপন ধরিয়েছে সোশ্যাল মিডিয়ায়

  •    
  • ৩ জুলাই, ২০২১ ১৯:২৭

তখনও মাটিতে ইতালির স্ট্রাইকার। এদিকে ও ক্লিয়ার হওয়া বল থেকেই গোল করে বসে ইতালি। বেরেলার গোলে যখন উদযাপন চলছে তখন হঠাৎ করেই মাটিয়ে লুটিয়ে পড়া ইমোবিল উঠে পড়েন। এদিক ওদিক তাকিয়ে যোগ দেন উদযাপনে।

ফুটবলে খেলোয়াড়দের অভিনয়টা কমন। ফাউল আদায় করার জন্য বা সময় নষ্ট করার জন্য ম্যাচের মধ্যে অনেক ফুটবলারই এই অভিনয়ের সহায়তা নিয়ে থাকেন। পেনাল্টি বক্সে এ ধরনের ঘটনা একটু বেশিই দেখা যায়।

তবে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচে এক অদ্ভুদ ইনজুরি নাটকের ঘটনা রীতিমত অবাকই করে দিয়েছে ফুটবল বিশ্বকে।একটি ইনজুরি অভিনয়ের ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

বেলজিয়াম-ইতালি ম্যাচ। ম্যাচের তখন ৩১ মিনিট চলছিল। বেলজিয়ামের ডি-বক্সে আক্রমণ সাজায় ইতালি। ডি-বক্সের ভেতরে বল পান ইতালির স্ট্রাইকার চিরো ইমোবিলে। বলটা শূন্যে ভাসলে বেলজিয়ামের ডিফেন্ডার ভেরতোঙ্গেনের সঙ্গে বল নিয়ন্ত্রণে নেয়ার লড়াইয়ে নামেন ইমোবিলে।

শূন্যে ভাসা বলটা ক্লিয়ার করেন বেলজিয়ামের ডিফেন্ডার। তবে, বলে স্পর্শ না করে ডিফেন্ডারের পা ইমোবিলের পায়ে লেগেছে এমনভাবেই মাটিয়ে লুটিয়ে পড়েন ইমোবিলে।

তখনও মাটিতে ইতালির স্ট্রাইকার। এদিকে ও ক্লিয়ার হওয়া বল থেকেই গোল করে বসে ইতালি। বেরেলার গোলে যখন উদযাপন চলছে তখন হঠাৎ করেই মাটিয়ে লুটিয়ে পড়া ইমোবিল উঠে পড়েন। এদিক ওদিক তাকিয়ে যোগ দেন উদযাপনে।

ইনজুরি না হয়েও পেনাল্টি বক্সে ফাউলের এই অভিনয়ের দৃশ্যই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চিরো ইমোবিল চলতি ইউরো চাম্পিয়নশিপে ইতালির হয়ে চার ম্যাচে তিন গোল করেন। সেরি আতে গেল মৌসুমে ৩৬ গোল নিয়ে গোল্ডেন বুট জেতেন এই স্ট্রাইকার।

এর আগেও ইতালিয়ান লিগের গোল্ডেন বুট জেতেন ইমোবিলে। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ২২ গোল করে এবং ২০১৭-১৮ মৌসুমে ২৯ গোল করে এই পুরস্কার জেতেন ইতালিয়ান এই ফুটবলার।

Injured Italian player suddenly recovers when Italy scores #Euro2021 pic.twitter.com/E6b2O9EUET

— Don Moynihan (@donmoyn) July 2, 2021 ">

Injured Italian player suddenly recovers when Italy scores #Euro2021 pic.twitter.com/E6b2O9EUET

— Don Moynihan (@donmoyn) July 2, 2021

এ বিভাগের আরো খবর