বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০ জন নিয়েই চিলিকে হারিয়ে সেমিতে ব্রাজিল

  •    
  • ৩ জুলাই, ২০২১ ০৮:১২

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি আসে লুকাস পাকেতার পা থেকে। রাতের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পেরু।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি আসে লুকাস পাকেতার পা থেকে।দ্বিতীয়ার্ধের শুরুতেই গাব্রিয়েল জেসুস লাল কার্ড পাওয়ায় প্রায় পুরোটা অর্ধ ১০ জন নিয়ে খেলে সেলেকাওরা।

রিওর অলিম্পিক স্টেডিয়ামে শেষ গ্রুপ ম্যাচের একাদশ থেকে আটটি পরিবর্তন করেন ব্রাজিল কোচ লিওনার্দো তিতে। একাদশে ফেরেন অধিনায়ক নেইমার, গোলকিপার এডারসনসহ অন্য নিয়মিত সদস্যরা।

শক্তিশালী একাদশ নামিয়েও খুব একটা সুবিধা করতে পারছিল না ব্রাজিল। চিলির বিপক্ষে শুরুতে ছন্দহীন থাকে নয়বারের কোপা আমেরিকা বিজয়ীরা।

ম্যাচে প্রথম গোলে শট নেন সেবাস্তিয়ান ভেগাস। তবে ১০ মিনিটের সময় চিলির এই ডিফেন্ডারের নেয়া শট ঠেকাতে একেবারেই বেগ পেতে হয়নি এডারসনকে।

পাঁচ মিনিট পরে শট নেয় ব্রাজিল। মরিসিও ইসলার ভুল পাসে বল পেয়ে যান ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসন। দূর থেকে নেয়া শট জমা পড়ে চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোর গ্লাভসে।

ধীরে ধীরে আক্রমণের মাত্রা বাড়াতে থাকে ব্রাজিল। ২২ মিনিটে নেইমারের ক্রসে অল্পের জন্য মাথা ছোঁয়াতে ব্যর্থ হন পোস্টে থাকা রবার্তো ফিরমিনো।

এর ১০ মিনিট পরই দানিলোর নেয়া দূরপাল্লার শট বারের কোনা ঘেঁষে বেরিয়ে যায়। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পরপরই ডেডলক ভাঙে ব্রাজিল। ফিরমিনোর বদলি হিসেবে নামা পাকেতা নেইমারের ছাড়া বল পেয়ে যান বক্সে।

কাছ থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি পাকেতা। ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

ব্রাজিলের জয়সূচক গোলের পর লুকাস পাকেতার উদযাপন। ছবি: টুইটার

দুই মিনিট পরই দুর্ভাগ্যজনকভাবে ১০ জনের দলের পরিণত হয় ব্রাজিল। ইউহেনিও মেনাকে ট্যাকল করার সময় গাব্রিয়েল জেসুসের পা উঠে যায় তার মুখে।

রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান। ম্যাচের প্রায় ৪৫ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় ব্রাজিলকে।

এই সুযোগে চিলি চেপে ধরে ব্রাজিলকে। ৬২ মিনিটে এদুয়ার্দো ভার্গাস গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে গেলে স্বস্তি ফেরে ব্রাজিল শিবিরে।

মিনিট সাতেক পর ব্রেরেটনের হেডার লাগে বারে। এ যাত্রাতেও বেঁচে যায় ব্রাজিল।

ম্যাচের শেষ ২০ মিনিট রক্ষণাত্মক ফুটবল খেলে চিলিকে আটকানোর চেষ্টা করে তিতের শিষ্যরা।

এডারসনের দৃঢ়তায় সেই লক্ষ্যে সফল ছিল স্বাগতিক দল। ওই এক গোলেই নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। ব্রাজিল পৌঁছায় শেষ চারে। আর চিলিকে নিতে হয় বিদায়।

প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ব্রাজিলের প্রতিপক্ষ পেরু।

রাতের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে শেষ চার নিশ্চিত করে পেরু। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ সমতায় ছিল।

এ বিভাগের আরো খবর