বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩১ ম্যাচে অজেয় ইতালির সামনে ‘খর্বশক্তির’ বেলজিয়াম

  •    
  • ২ জুলাই, ২০২১ ১৪:৫৫

সব মিলিয়ে ৩১ ম্যাচে অপরাজিত আৎসুরিরা। টানা ১১ ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। ঐতিহ্যগতভাবে রক্ষণাত্মক ইতালি চার ম্যাচে করেছে ৯ গোল। ডু-অর-ডাই ম্যাচে দলের সেরা দুই তারকা কেভিন ডি ব্রুইনা ও ইডেন অ্যাজারকে পাচ্ছে না বেলজিয়াম।

ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালের প্রথম দিনই দুই সেরার লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়ামের বিপক্ষে নামছে টুর্নামেন্টের সেরা দল ইতালি।টানা ২৭ ম্যাচ জিতে ইউরো শুরু করে ইতালি। রবার্তো মানচিনির দল শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।গ্রুপ ম্যাচে টানা তিন জয়ের পাশাপাশি তিনটি ক্লিনশিট ছিল ইতালির। জানলুইজি ডোনারুমার জালে প্রথম গোল ঢোকে নকআউট রাউন্ডে অস্ট্রিয়ার বিপক্ষে।সব মিলিয়ে ৩১ ম্যাচে অপরাজিত আৎসুরিরা। টানা ১১ ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। ঐতিহ্যগতভাবে রক্ষণাত্মক ইতালি এবারে উপভোগ্য ফুটবল উপহার দিয়ে চার ম্যাচে করেছে ৯ গোল।বেলজিয়ামের বিপক্ষে নিজেদের হাই-প্রেসিং গতিময় খেলা উপহার দিতে যাচ্ছে মানচিনির দল। বেলজিয়ামকে ফ্রান্সের সঙ্গে বিশ্বের সেরা দলের তকমা দিয়েছেন ইতালিয়ান বস।ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ইউরোপ বা সম্ভবত বিশ্বের সেরা দলের সঙ্গে লড়তে যাচ্ছি। ফ্রান্সও আছে তাদের সঙ্গে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে তারা কিন্তু আমরা ম্যাচ জিততেই নামব। বেলজিয়ামকে আমি শ্রদ্ধা করি। একই সঙ্গে নিজেদের সামর্থ্য নিয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে।’

ইতালি জাতীয় দলের অনুশীলনে হেড কোচ রবার্তো মানচিনি। ছবি: এএফপি

ইতালির বস এখনও নিজের একাদশ প্রকাশ করেননি। তবে জানালেন কারা গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু করতে যাচ্ছে সেটা প্রায় নিশ্চিত।মানচিনি বলেন, ‘কয়েকটা জায়গায় খেলোয়াড় নির্বাচন বাকি আছে। কিন্তু আমি জানি যারা খেলবে। বেলজিয়াম গত তিন বছরের সেরা দল। তাদের বিপক্ষে সেরা দলটাই নামাতে চাই আমি।’স্কোয়াড নিয়ে এতটা উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেসের। ইতালির বিপক্ষে ডু-অর-ডাই ম্যাচে দলের সেরা দুই তারকা কেভিন ডি ব্রুইনা ও ইডেন অ্যাজারকে পাচ্ছেন না তিনি।পর্তুগালের বিপক্ষে নকআউট রাউন্ডের ম্যাচে পায়ে আঘাত পান দুই অ্যাটাকার। ফলে ইতালির বিপক্ষে ম্যাচে শুরু করতে পারছেন না দুই অভিজ্ঞ অ্যাটাকার। তাদেরকে বেঞ্চে রাখার আশা এখনও ছাড়েননি মার্তিনেস।সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা দুই জন আজ (বৃহস্পতিবার) অনুশীলন করেননি। ২৪ ঘণ্টা এখনও হাতে আছে। কালকের ম্যাচে তাদের না পেলে পরের ম্যাচের পাওয়ার আশা করছি। ইডেনের পেশিতে চোট লেগেছে। ওর সেরে উঠতে কিছুটা সময় লাগতে পারে। ডি ব্রুইনার চোট একটু ভিন্ন। সে বিশ্বের সেরা ১০ নম্বর। দেখা যাক মেডিক্যাল টিম কী বলে।’

বেলজিয়াম দলের অনুশীলনে রোমেলু লুকাকু। ছবি: এএফপি

ডি ব্রুইনা ও অ্যাজার না খেললে ইউরি তিয়েলমানস, ইয়ানিক কারাসকো ও ড্রিস মের্টেনসের মধ্যে থেকে যেকোনো দুইজনকে বেছে নেবেন বেলজিয়ামের হেড কোচ।ইতালিকে প্রাপ্য সম্মান দিতে কার্পণ্য করেননি মার্তিনেস। আৎসুরিদের বিপক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চান তিনি।বলেন, ‘দুটি শক্তিশালী দল খেলবে ম্যাচ। দুঃখজনক যে রাউন্ডে তাদেরকে মোকাবিলা করতে হচ্ছে। তবে আমাদের সেরা প্রস্তুতি রাখতে হবে।’ইতালির আর বেলজিয়াম এর আগে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে পাঁচবার মোকাবিলা করেছে। বেলজিয়াম কোনোবারই ইতালিকে হারাতে পারেনি। চার জয়, এক ড্র ইতালির। বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ আরেনায় শুরু হচ্ছে ম্যাচ।

এ বিভাগের আরো খবর