বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক পোস্টেই প্রায় ১৪ কোটি টাকা পান রোনালডো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জুলাই, ২০২১ ১৪:০১

তারকাদের মধ্যে ইন্সটাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেন পর্তুগিজ অধিনায়ক। একটি স্পন্সরড পোস্ট থেকে এই মেগাস্টার ফরোয়ার্ড আয় করেন ১.৬ মিলিয়ন ডলার (১৩.৫ কোটি টাকা)।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম ইনস্টাগ্রামের সর্বোচ্চ সংখ্যক ফলোয়ারের রেকর্ড গড়েছিলেন কিছুদিন আগে। এবারে ক্রিস্টিয়ানো রোনালডো গড়লেন এক পোস্ট থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড।তারকাদের মধ্যে ইন্সটাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেন পর্তুগিজ অধিনায়ক। একটি স্পন্সরড পোস্ট থেকে এই মেগাস্টার ফরোয়ার্ড আয় করেন ১.৬ মিলিয়ন ডলার (১৩.৫ কোটি টাকা)।

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে জরিপকারী প্রতিষ্ঠান হপার এইচকিউ নিজেদের সবশেষ তালিকায় জানিয়েছে এমন তথ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালডোর প্রভাব কতটা তার প্রমাণ পাওয়া গেছে চলত ইইউরো চ্যাম্পিয়নশিপের আসরে।

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোকা কোলার বোতল সরিয়ে রাখায় কোমলপানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য দুই দিনে চার বিলিয়ন ডলার কমে যায়।রোনালডো ছাড়িয়ে গেছে হলিউড তারকা ডোয়েইন ‘দ্য রক’ জনসনের ১.৫ মিলিয়ন ডলারের আয়কে। তৃতীয় স্থানে আছেন পপস্টার আরিয়ানা গ্রান্ডে।রোনালডোর পর দ্বিতীয় ক্রীড়া তারকা হিসেবে তালিকায় আছেন লিওনেল মেসি। ৭ নম্বর থাকা বার্সেলোনার ও আর্জেন্টিনার তালিসমান প্রতি পোস্ট থেকে আয় করেন ১.১ মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ৮ কোটি টাকা।ব্রাজিলের সুপারস্টার নেইমার আছেন ১৬ নম্বরে। একটি ইন্সটাগ্রাম পোস্ট থেকে সেলেকাওদের অধিনায়ক আয় করে ৮ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ৭ কোটি টাকা।এশিয়ান সেলেব্রিটিদের মধ্যে সবচেয়ে এগিয়ে ভারতের ভিরাট কোহলি আছেন ১৯ নম্বরে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি ইনস্টাগ্রাম পোস্ট থেকে আয় করেন পৌনে ৬ কোটি টাকা।ক্রিস্টিয়ানো রোনালডো গত বছর ইন্সটাগ্রাম থেকে ৪ কোটি ডলার (৩৪০ কোটি টাকা)। যা তার ক্লাব ইউভেন্তাস থেকে পাওয়া পারিশ্রমিক ৩ কোটি ১০ লাখ ডলারের চেয়েও বেশি।রোনালডোর ইনস্টাগ্রাম ফলোয়ার ৩০ কোটি। যা বিশ্বে সর্বোচ্চ। মেসির ভক্তসংখ্যা ২২ কোটি ৪০ লাখ।

এ বিভাগের আরো খবর