ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার ফুটবলে মজে আছে পুরো বিশ্ব। মাথা ঘোরানোরও সময় নেই ফুটবল সমর্থকদের। এর মধ্যে লা-লিগার পরের মৌসুমের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল।
চূড়ান্ত সূচি অনুযায়ী আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ইউরোপের অন্যতম শীর্ষ এই লিগের খেলা।
সবচেয়ে কাঙ্ক্ষিত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রথম এল ক্লাসিকো হবে আগামী অক্টোবরের ২৫ তারিখ ন্যু-কাম্পে।
বার্নাব্যুতে দ্বিতীয় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ লড়বে সামনের বছর বছরের ২১ শে মার্চ।
রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে আগামী ১৬ আগস্ট ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বার্সেলোনার লা-লিগা মিশন। একইদিন দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ।
লা-লিগায় গত ২০২০-২১ মৌসুমে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শিরোপা পুনরুদ্ধার করেছে আতলেতিকো মাদ্রিদ।৩৮ ম্যাচে সর্বোচ্চ ৮৬ পয়েন্ট সংগ্রহ করে তারা। এদিকে মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ৮৪ পয়েন্ট নিয়ে হয়েছে রানারআপ। তিনে থাকা বার্সার সংগ্রহ ৭৯ পয়েন্ট।