সুইডেন বনাম ইউক্রেনের ম্যাচে দিয়ে শেষ হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ১৬-র লড়াই। চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার থেকে সেমিফাইনালে জায়গা করে নিতে মাঠে নামছে শীর্ষ আট দল।সেইন্ট পিটার্সবুর্গে প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেনের মোকাবিলা করবে ফ্রান্সকে হারিয়ে আসা সুইজারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।ওইদিন রাত একটায় হচ্ছে রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচ। মিউনিখের আলিয়াঞ্জ আরেনায় মুখোমুখি হবে দুই হেভিওয়েট বেলজিয়াম ও ইতালি।শনিবার রাত ১০টায় আজার বাইজানের বাকুতে নামছে টুর্নামেন্টের দুই সারপ্রাইজ প্যাকেজ চেক রিপাবলিক ও ডেনমার্ক। আর রাত একটায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ইউক্রেন।টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল স্টেডিয়ামে মঙ্গলবার রাত ১টায়। বুধবার একই সময়ে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল।১২ জুলাই হবে ফাইনাল। দুই সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম।
ইউরোর শেষ আটের লাইনআপ চূড়ান্ত
সেইন্ট পিটার্সবুর্গে প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেনের মোকাবিলা করবে ফ্রান্সকে হারিয়ে আসা সুইজারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
-
ট্যাগ:
- ইউরো
এ বিভাগের আরো খবর/p>