বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইনজুরি সময়ে সুইডেনকে হারিয়ে ইউক্রেনের ইতিহাস

  •    
  • ৩০ জুন, ২০২১ ০৩:৫১

স্কটল্যান্ডের গ্লাসগোয় সুইডেনকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইউক্রেন।

নিজেদেরই ইতিহাস ভেঙে চলছে ইউক্রেন। আগের দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ইউক্রেন তৃতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে গেল।

স্কটল্যান্ডের গ্লাসগোয় সুইডেনকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইউক্রেন।

যদিও ম্যাচটায় একটু এগিয়ে থেকেই খেলছিল সুইডেন।

তবে ম্যাচের ২৭ মিনিটে সুইডেনকে অবাক করে ম্যাচের লিড নেয় ইউক্রেন। ইয়ারমোলেঙ্কোর পাস থেকে গোল করে দলকে এগিয়েও যাওয়ার উল্লাসে মাতান ওলেকসান্ডর জিনচেনকো।

অবশ্য ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি সুইডেন। ম্যাচের ৪৩ মিনিটে আলেকজান্ডার ইসাকের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান এমিল ফোরসবার্গ।

দ্বিতীয়ার্ধে ইউক্রেনের একটি ও সুইডেনের দুটি শট গোলপোস্টে ফিরে না আসলে ব্যবধান অন্যরকম হতে পারত। নির্ধারিত সময়ে আর কেউ গোলের দেখা না পাওয়া ম্যাচ চলে যায় ইনজুরি সময়ে।

প্রথমেই লাল কার্ডের ধাক্কা খায় সুইডেন। ম্যাচের ৯৯ মিনিটে মার্কাস ড্যানিলেসন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় সুইডেন। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের একেবারে অতিরিক্ত সময়ে নির্দিষ্ট করে বললে ১২১তম মিনিটে জিনচেনকোর আরেকটি দুর্দান্ত ক্রস থেকে আরতেম ডভবিকের হেডে ইউক্রেন লিড নিয়ে ফেলে।

ওখানেই নিজেদের ইতিহাসটা রচনা করে ফেলে ইউক্রেন। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল দলটি। আগামী শনিবার জার্মানিকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করা ইংল্যান্ডের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে ইউক্রেন।

এ বিভাগের আরো খবর